শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৪৫:৩৫

নির্যা'তিত ঈমানদারকে সহায়তা করা আমাদের দায়িত্ব: কাশ্মীরের সমর্থনে এরদোগান

নির্যা'তিত ঈমানদারকে সহায়তা করা আমাদের দায়িত্ব: কাশ্মীরের সমর্থনে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভারতীয় নি'পী'ড়নের কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আজ পাকিস্তানি ভাইদের মতো কাশ্মরিরাও আমাদের ঘনিষ্ঠ। কাজেই ঈমানদারদের হৃদয়ের মাঝে এমন কোনো দূরত্বের দেয়াল কেউ তৈরি করতে পারবে না।

পাকিস্তানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো ঈমানদারের প্রতি নির্যাতন চালানো হয়, তবে সেই ঈমানদারকে সহায়তা করা আমাদের দায়িত্ব। কয়েক দশক ধরে আমাদের কাশ্মীরি ভাই-বোনেরা নি'পী'ড়ন সহ্য করে আসছেন। কিন্তু সম্প্রতি ভারত সরকারের একতরফা পদক্ষেপের কারণেই সেই য'ন্ত্র'ণা আরও গভীরতর হয়েছে।

তবে কোনো সং'ঘা'ত কিংবা নি'পী'ড়নের মধ্য দিয়ে কাশ্মীর সং'ক'টের সমাধান হবে না জানিয়ে তিনি বলেন, ''কেবল সুষ্ঠু ন্যায়বিচারই সবার অধিকার নিশ্চিত করতে পারে।'' রেকর্ডসংখ্যক চতুর্থবারের মতো পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশেন ভাষণ দিয়েছেন তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সূত্র : ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে