আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে র'কেট হা'মলার শি'কার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ঘাঁ'টিতে বেশ কয়েকটি র'কেট হা'মলা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
রবিবার ভোরে, কূটনৈতিক এলাকা গ্রীন জোনের কাছে অবস্থিত ঘাঁ'টিটি কয়েক দফা কেঁ'পে ওঠে। এখনো কোন হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরাকে রাজধানী বাগদাদ ও অন্যান্য শহরে মার্কিন অব্স্থানে ১৯ দফা হা'মলা হলো। ওই ঘাঁ'টির খুব কাছেই মার্কিন দূতাবাস অবস্থিত।
এখনো পর্যন্ত হা'মলার দায় কেউ স্বীকার না করলেও মার্কিন কর্মকর্তাদের সন্দেহের তীর শিয়া স'শ'স্ত্র গোষ্ঠী হাশদ আল শাবির দিকে। গেল মাসের শুরুতে বাগদাদে মার্কিন ড্রোন হা'মলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানির সাথে হাশদ আল শাবির শীর্ষস্থানীয় নেতা আবু মাহদি আল মুহান্দিস।