রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:০০:৪১

লেকের পাড়ে হঠাৎ শতশত সাপ! দিশেহারা বাসিন্দারা

লেকের পাড়ে হঠাৎ শতশত সাপ! দিশেহারা বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে হঠাৎ করে শতশত সাপ জড়ো হয়েছে। সাপের অত্যা'চারে দিশে'হারা সেখানকার বাসিন্দারা। লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যা'কশন অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ পেয়ে সাপ-র'হ'স্য উদ'ঘা'টন শুরু করে অধিদফতরের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজ'নন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হ'ইচ'ই করছে। তবে লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বে'ষ্ট'নী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ স'ত'র্কবার্তা।

অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ''প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বি'ষধ'র নয়। মানুষ আগে থেকে আ'ক্র'মণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না। মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকো'সিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বি'র'ক্ত করা উচিত নয়।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে