রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৫:০৩

এ কেমন স্বাধীনতা! প্রকাশ্যে সিগারেট টানছেন সৌদি নারীরা

এ কেমন স্বাধীনতা! প্রকাশ্যে সিগারেট টানছেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক : র'ক্ষ'ণশীলতার খোলস থেকে বেরিয়ে আসতে গিয়ে এবার পশ্চিমা নারীবাদীদের মতো প্রকাশ্যেই সিগারেট ফুঁ'কছে সৌদি আরবের নারীরা। মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মসজিদকে ধারণ করা এ দেশটির নারীদের এমন উ'দ্ভ'ট স্বাধীনতা উদযাপন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

তবে পশ্চিমা মিডিয়া এটিকে খুবই ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে, তারা নারী প্রগতি হিসেবে দেখছে এ চিত্রটিকে। সৌদির রাজধানী রিয়াদের কেন্দ্রে একটি অভিজাত ক্যাফে। এর ভেতরে একটি চেয়ারে বসলেন রিমা। স'ত'র্কতার সঙ্গে আশপাশটা একটু দেখে নিলেন। দেখলেন, পরিচিত কেউ আছেন কিনা।

এরপর নিজের ইলেকট্রিক সিগারেটটা (ই-সিগারেট) বের করে ধরালেন। চোখ বুজে একটা সুখটান মেরে মুখ থেকে ছাড়লেন ধোঁয়ার মেঘ। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নারী স্বাধীনতার এ অভিনব চল শুরু করেন সেসময়ের ডাকসাইটে নারীবাদী নেতারা। এবার সেপথে পা রাখলেন সৌদি নারীরাও। রোববার সৌদির স্বাধীনচেতা নারীদের নিয়ে এ সরেজমিন প্রতিবেদন তৈরি করেছে এএফপি। 

বছরখানেক হল একেবারে পশ্চিমা নারীবাদীদের মতোই প্রকাশ্যে ধূমপান করছেন সৌদি নারীরা। র'ক্ষ'ণশীল সৌদিতে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অক'ল্পনীয়। হঠাৎ সামাজিক পরিবর্তনে দেশটির কিছু নারীকে ইদানীং সিগারেট, সিসা পাইপ তথা ধূমপান করতে দেখা যাচ্ছে। এটাকে তারা 'মুক্তির প্রতীক' হিসাবে দেখছেন।

এবারই প্রথম ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছেন সৌদি নারীরা। সেই সঙ্গে ধূমপানও করছেন প্রকাশ্যে। রিয়াদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ২৭ বছর বয়সী নারী রিমার মুখেও এটাকে নারী স্বাধীনতা বলতে শোনা গেল। এএফপিকে তিনি বলেন, ''প্রকাশ্যে সিগারেট টানা আমার সদ্য পাওয়া স্বাধীনতারই অংশ বলে মনে করি আমি। পছন্দের কাজটা করতে পারছি বলে আমি এখন সুখী।''

সৌদির বিভিন্ন শহরে বহু আগে থেকেই সিগারেট বা এজাতীয় দ্রব্য বিক্রি ও প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ। তবে ২০১৮ সালের নভেম্বর থেকে সারা সৌদিতে সরকারি অফিস-আদালত, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপান শা'স্তিযোগ্য অ'পরা'ধ হিসেবে গণ্য। প্রকাশ্যে কাউকে ধূমপানরত অবস্থায় দেখা গেলে ২০০ রিয়াল জরি'মানা করা হয়। 

নিষে'ধা'জ্ঞা সত্ত্বেও অন্যান্য দেশের মতোই এখানেও ধূমপান একটা স্বাভাবিক ব্যাপার। তবে সেটা কেবল পুরুষদের বেলায়। বছর দুই হয় সিগারেট ধরেছেন রিমা। তামাকের ক্ষ'তিকর দিক নিয়ে তার কোনো বিকার নেই। তার ভয় যদি পরিবারের কেউ দেখে ফেলে। অবশ্য যদি এমন কিছু হয় সেটার জন্যও প্রস্তুত বলে জানালেন রিমা।

সৌদির স্বর্ণের অ্যামব্রয়ডারি করা ঐতিহ্যবাহী লম্বা ও কালো পোশাক আবায়া ও এর সঙ্গে মানিয়ে হিজাব পরিহিত রিমা বলেন, 'আমি তাদের বলব না এটা আমার ব্যক্তি স্বাধীনতার বিষয়। কারণ তারা বুঝবে না যে নারীরাও পুরুষের মতো সিগারেট খাওয়ার মতো মুক্ত।' 

রিমার পাশেই তার মতোই ২৬ বছর বয়সী আরেক নারী নাজলা বলেন, দ্রুত সামাজিক পরিবর্তন সত্ত্বেও সমাজে এখনও অনেক ভ'ণ্ডা'মি চলছে। নারীদের ধূমপানকে এখানে এখনও ''কেলে'ঙ্কা'রি আর অসম্মানের'' বলে বিবেচনা করা হয়। বলতে বলতেই ক্যাফেতে বসে থাকা বেশ কয়েকজন পুরুষের মধ্যেই সিগারেট জ্বা'লালেন। এরপর একটু ঔ'দ্ধত্যের সঙ্গেই বললেন, সমাজের এসব ভ'ণ্ডা'মিকে চ্যা'লে'ঞ্জ জানাতে চান তিনি।'

বিশ্বনবীর জন্মভূমি সৌদি আরবে ব্যাপক সংস্কারের সূচনার আগে এমন চিত্র ছিল অক'ল্পনীয়। পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইসরাইলের সঙ্গে জো'র সম্পর্কের ওপর ভর করে সৌদি উচ্চাভিলাষী শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশকে মধ্যপন্থী ও ব্যবসাবান্ধব করে গড়ে তুলতে বেশকিছু অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের সূচনা করেছেন।

তেলের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ২০৩০ সাল পর্যন্ত একটি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন নানাভাবে স'মালো'চিত বিন সালমান। তারই অংশ হিসেবে দেশটিতে বিনোদন ও পর্যটনকে গুরুত্ব দেয়া হচ্ছে। তার এই ভিশন-২০৩০ এর অধীনেই সৌদি নারীরা এখন গাড়ি চালানো, স্টেডিয়ামে বসে খেলা দেখা এমনকি হাজার হাজার পুরুষের মধ্যে কনসার্ট গানের অনুষ্ঠানেও যেতে পারে। 

এছাড়া পুরুষ অভিভাবক ছাড়াই তারা পাসপোর্ট বিদেশে পাড়ি দেয়া এমনকি একাকি হোটেলে রাত কা'টানোর মতো সা'হসী কাজগুলোও করতে পারছে। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের যুবরাজ করা হয়। এরপর থেকে তিনি দেশটির ক'ট্ট'র র'ক্ষ'ণশীল সমাজকে সহজ করার উদ্যোগ নেন। তারপর থেকে সৌদি আরবে ধারাবাহিকভাবে সমাজ সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

ধর্মীয়ভাবে র'ক্ষ'ণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে এতদিন সিনেমা, নারীদের গাড়ি চালানোসহ বিভিন্ন বিষয় ধর্মীয় কারণে নি'ষি'দ্ধ ছিল। ভিশন-২০৩০ অনুযায়ী, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ''ক'ট্ট'রপ'ন্থা'' উপ'ড়ে ফেলে ''মধ্যপ'ন্থার'' ইসলাম ধর্মে ফেরার ঘোষণা দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে