সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৫:৪৮

হঠাৎ আকাশে ভেসে বেড়াচ্ছে আ'গু'ন র'ঙের গোলাকার উ'জ্জ্ব'ল বস্তু!

 হঠাৎ আকাশে ভেসে বেড়াচ্ছে আ'গু'ন র'ঙের গোলাকার উ'জ্জ্ব'ল বস্তু!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে দেখা মিলল রহ'স্যময় দৃ'শ্যের। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ত'র্ক শুরু হয়েছে। ভাই'রা'ল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি গোলাকার উ'জ্জ্বল বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে।

টুইটারে একাধিক হ্যান্ডলে এই ছবিটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পরি'ষ্কার আকাশে একটি আ'গু'ন র'ঙের গোলাকৃতি কিছু একটা উ'ড়ে যাচ্ছে। এটি বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার উইড এলাকায় দেখা গেছে।

ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে 'লেন্টিকুলার ক্লা'উড' বা 'লেনি' বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার ফলে এই লেনি তৈরি হয়।

কেউ কেউ আবার এদের 'ইউএফও ক্লাউড' নামেও ডাকেন। তবে সাধারণত সেগুলো সাদা রঙেরই দেখা গেছে। কিন্তু বুধবার যে মেঘটি দেখা গেল সেটি দেখলে মনে হবে আ'গুন ছ'ড়াচ্ছে আকাশে। আ'গু'নের মতোই ছ'ড়িয়ে পড়েছে এই ছবিটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে