আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জিএসটি ভবনে ভ'য়াবহ অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ভবনটির আট তলায় এ অ'গ্নিকা'ণ্ডের সূত্রপাত। তবে কী কারণে আ'গুন লেগেছে তা জানা যায়নি।
জানা গেছে, ভবনটি মুম্বাইয়ের মাঝগাঁও মহারান প্রতাপচকে এলাকায় অবস্থিত। ভবনটির আট তলা থেকে ধোঁ'য়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে আগু'ন নেভাতে এসেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ভবনটিতে বহু লোক আ'টকে আছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হ'তা'হ'তের খবর পাওয়া যায়নি।