সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:১৬:৫০

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেয়ায় জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ভারত

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেয়ায় জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ভারত। কেননা, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাব তাৎক্ষণিক না'কচ করে দিয়েছে নয়াদিল্লি।

প্রতিবেদনে বলা হয়, চার দিনের সফরে পাকিস্তান এসে জাতিসংঘ মহাসচিব রবিবার এই মধ্যস্থতার প্রস্তাব দেন। গুতেরেস বলেন, তিনি তার দফতরকে প্রস্তাব দিয়েছেন এবং 'মধ্যস্থতার বিষয়ে যদি উভয় দেশ সম্মত হয় তাহলে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।'

প্রতি'ক্রিয়ায় রোববার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, 'অবৈ'ধ এবং জো'রপূর্বক পাকিস্তান কর্তৃক দ'খ'লকৃত ভূখ'ণ্ড খালি করার মধ্য দিয়ে এই (জম্মু-কাশ্মীর) বিষয়টি সমাধান করা প্রয়োজন। এরপর যদি কোনও বিষয় থাকে সেটা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এখানে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা করার কোনও সুযোগ নেই। 

মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতের বি'রু'দ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রা'সবাদ অব'সানে বিশ্বাসযোগ্য, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে পাকিস্তানের আবশ্যিক ভূমিকার ওপর জাতিসংঘ মহাসচিব জো'র দেবেন বলে আশা করে নয়াদিল্লি।

এদিন জম্মু-কাশ্মীর পরি'স্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি ''অত্যন্ত উ'দ্বি'গ্ন।'' সাম'রিক পদক্ষেপ এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে উত্তে'জনা প্রশ'মনেরও আহ্বান জানান তিনি। সূত্র : দ্য হিন্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে