সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৪২:২১

মৃত্যুর ঝুঁকি নিয়েও গোটা মুসলিম উম্মাহর ঢাল ছিলেন সোলাইমানি : আইআরজিসি প্রধান

মৃত্যুর ঝুঁকি নিয়েও গোটা মুসলিম উম্মাহর ঢাল ছিলেন সোলাইমানি : আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তে'জনা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। নতুন করে ফের হা'মলার হুঁশি'য়ারি ইরান সেনা কর্মকর্তার। ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে ইরানের ইসলামি বি'প্ল'বী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশি'য়ারি দিয়েছেন।

তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি যখন ইসরায়েলের বি'রু'দ্ধে যু'দ্ধের ময়দানে প্রবেশ করেন তখন ফিলিস্তিনিরা পাথর ছুড়ে যু'দ্ধ করতো। কিন্তু তিনি এমন কাজ করেছেন যার ফলে আজ ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং উত্তর ফিলিস্তিনীদের জন্য অ'গ্নিগ'র্ভে পরি'ণত হয়েছে আর ইসরায়েল ব'ন্দিদ'শার মধ্যে পড়ে গেছে। 

মেজর জেনারেল হোসেন সালামি এসময় বলেন, যেখানেই মানুষ নি'র্যা'তিত হতেন কাসেম সোলাইমানি ও তার যো'দ্ধারা সেখানেই উপস্থিত হতেন। ল'ড়াই করতেন। তিনি ও তার বাহিনী গোটা মুসলিম উ'ম্মা'হর ঢাল হিসেবে কাজ করেছেন। ইসরায়েলের সঙ্গে লেবাননের যু'দ্ধের সময় জেনারেল সোলাইমানি ময়দানে উপস্থিত ছিলেন। তার জীবন ঝুঁ'কির মধ্যে ছিল। জীবনের ঝুঁ'কি নেওয়াই ছিল তার শিল্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে