মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৯:০২

জার্মানিতে মসজিদে হা'মলার পরিকল্পনা, আট'ক ১২

জার্মানিতে মসজিদে হা'মলার পরিকল্পনা, আট'ক ১২

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চ'রমপন্থী গোষ্ঠী মসজিদগুলোতে হা'মলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সে দেশের সরকার। সোমবার এ ঘটনায় সন্দে'হভাজন ১২ জনকে আট'ক করার কথা জানানো হয়েছে।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন স'ন্ত্রা'সী সেল থাকার ঘটনা সত্যিই বি'স্ময়ের। বর্তমান পরিস্থিতিতে মসজিদে কোনো হা'ম'লার ঘটনার শ'ঙ্কা একেবারেই উ'ড়িয়ে দেয়া যায় না।

এ ঘটনায় আঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এজন্য কারো ধর্ম আলাদা নজরে দেখার দরকার নেই।

জানা গেছে, ১২ জনকেই গত শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে আট'ক করা হয়েছে। তদন্ত চলা অবস্থায় তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে