মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৪৪:৪৮

মুসলিমদের ঈমান-সাহসিকতা ও দৃঢ়তার প্রতি সালাম জানাই: আসাদ

মুসলিমদের ঈমান-সাহসিকতা ও দৃঢ়তার প্রতি সালাম জানাই: আসাদ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, স’ন্ত্রা’সবাদের বি’রু’দ্ধে সিরিয়ার জনগণ বিজয়ী হয়েছে। তিনি আলেপ্পো প্রদেশকে পুরোপুরি মুক্ত করা উপলক্ষে জনগণকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।

এ উপলক্ষে আল-আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাশার আল আসাদ বলেন, আমি সি’রিয়ার জনগণকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি তাদের ঈমান, সাহসিকতা ও দৃঢ়তার প্রতি।

সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আলেপ্পোতে বিজয় অর্জনের মধ্য দিয়েই স’ন্ত্রা’সবাদ বি’রো’ধী সংগ্রা’মের ইতি ঘটে নি। আমরা বসে থাকব না, আমরা পরবর্তী লড়া’ইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করব।

বাশার আসাদ বলেন, সিরিয়ার প্রতি ইঞ্চি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ল’ড়া’ই চলবে। তিনি বলেন বিজয়ের জন্য জনগণের সহযোগিতা জরুরি-বিশ্বের ইতিহাসে এমন নজির নেই যে, সে’নাবা’হিনী জনগণের সহযোগিতা ছাড়া বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আলেপ্পোর মুক্তি মানে ষড়’য’ন্ত্রের সমাপ্তি নয়, যু’দ্ধেরও সমাপ্তি নয়, স’ন্ত্রা’সবাদ শেষ হয়ে গেছে এমনটিও নয়। এমনকি এটাও বলা যাবে না যে, শ’ত্রু’রা আমাদের কাছে আত্মস'মর্প'ণ করেছে। আলেপ্পোর মুক্তি শ’ত্রু’দের পুরোপুরি পরাজয়ের একটি সূচনা। তাদের পরিপূর্ণ পরাজয় খুব শিগগিরই নিশ্চিত হবে এবং তা নাকে খত দেবে।পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে