বিনোদন ডেস্ক : অভিনেতা ও তৃণমূলে এমপি তাপস পাল, সুলতান আহমেদ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর অ'কা'ল প্রয়াণ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাদের অ'পরা'ধ কোথায় ছিল তা তিনি জানতে চান বিজেপির কাছে।
শুধু তাই নয়, তিনি আরও বলেন, ''বিজেপির চা'পে পড়ে, রাজনৈতিক প্র'তিহিং'সায় ক্ষ'তবি'ক্ষ'ত হয়ে গেছে আমাদের তিনজন।'' বুধবার সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় অভিনেতা তাপস পালের ম'রদেহ। সেখানে ১০ মিনিট তার ম'রদেহ রাখা ছিল। এরপর সেখান থেকে তার ম'রদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে।
সবার শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনেই বেলা ১টা পর্যন্ত রাখা হয় তার ম'রদেহ। রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা। রবীন্দ্র সদনে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রের মোদি সরকারের বি'রু'দ্ধে তো'প দা'গেন মুখ্যমন্ত্রী।
মমতা আরও বলেন, কেন্দ্রীয় সরকারের জ'ঘ'ন্য প্রতিহিং'সাপ'রায়ণ নীতির জন্য সুলতান আহমেদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর এবং আমাদের তাপসের অ'কাল প্র'য়া'ণ হয়েছে। যে অন্যায় করবে তার নিশ্চয়ই বিচার হওয়া উচিত। তাই বলে মানসিক লা'ঞ্ছ'না, গ'ঞ্জ'না স'হ্য করে দু'র্দ'শাগ্র'স্ত অবস্থায় তাদের এই অ'কালে ফুরিয়ে যাওয়া মেনে নেয়া যায় না।
এদিন রবীন্দ্র সদনে উপস্থিত হয়ে প্রথমে তাপস পালের মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিল্পীরা তো কাজ করবেই। বিভিন্ন চ্যানেল, প্রোডাকশন হাউস এবং ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বিভিন্ন সময়ে সেই কাজ করতে গিয়ে তাদের জীবন দু'র্বি'ষহভাবে অকা'লে ঝরে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির চা'পে তাপস পাল আজকে ফুরিয়ে গেল, তার তো এ সময় যাওয়ার কথা নয়। তাপসের মুখের দিকে তাকাতে পারছি না। অসময়ে দামি প্রাণ গুলো চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বিশিষ্ট এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্ত্রী, মেয়ে এবং টলিউডের সব কলাকুশলীকেও সমবে'দনা জানান। সূত্র : এনডিটিভি।