আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে 'শুল্কের রাজা' বলে আগেও সম্বো'ধন করেছেন তিনি। এ বার স'রাস'রি জানিয়ে দিলেন, বাণিজ্য ক্ষেত্রে ভারত তাদের সঙ্গে ভাল ব্যবহার করেন না। আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে নিয়ে প্রস্তু'তি চলছে। তার আগে তার এমন ম'ন্তব্যে কার্যতই অস্ব'স্তিতে দিল্লীর সাউথ ব্ল'ক।
আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়াকে নিয়ে দু'দিনের ভারত সফরে আসছেন। তার উপস্থিতিতে দুই দেশের মধ্যে একা'ধিক চু'ক্তি হওয়ার কথা। কিন্তু নানা বিষয়ে ম'তানৈ'ক্য ধ'রা প'ডেছে দুই দেশের মধ্যে। যেমন, দিল্লি চায় ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর থেকে শুল্ক প্র'ত্যা'হার করুক ওয়াশিংটন। বিনা শুল্কে মার্কিন বাজারে নির্দিষ্ট কিছু ভারতীয় পণ্যকে ঢু'কতে দেওয়া হোক।
একই ভাবে ভারতে স্বাধীন ভাবে কৃষিজাত পণ্য এবং চিকিৎসা য'ন্ত্রাং'শের ব্যবসা করতে চায় মার্কিন সরকার। ডিজিটাল পণ্যসহ তাদের একাধিক পণ্য থেকে ভারত শুল্ক প্রত্যা'হার করুক, এমনটাও দা'বি তাদের। অতীতেও এ নিয়ে ভারতের বি'রু'দ্ধে ক্ষো'ভ উ'গরে দিয়েছেন ট্রাম্প। মার্কিন বাজারে ভারত বিশেষ সুযোগ সুবিধা ভো'গ করলেও, ভারতীয় বাজারে মার্কিন পণ্যকে শুল্ক'ছাড় দেওয়া হয় না বলে অ'ভিযো'গ করেছিলেন তিনি।
মঙ্গলবার প্রিন্স জর্জ কাউন্টিতে সংবাদমাধ্যমের মু'খোমু'খি হয়েও একই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ''ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করে না।'' এর পাশাপাশি, ভারতের সঙ্গে দ্রু'ত বড় ধ'রনের বাণিজ্য চু'ক্তি নিয়েও সং'শ'য় প্র'কাশ করেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ভারতের জন্য বড় কিছু ভেবে রেখেছেন তিনি। তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাতে সিলমোহর পড়ার কোনও সম্ভা'বনা প্রায় নেই।