বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৫১:৪৯

করোনাভাই'রাসে হাসপাতাল প্রধানের মৃ'ত্যুর পর আরেক হাসপাতাল প্রধান আ'ক্রা'ন্ত

করোনাভাই'রাসে হাসপাতাল প্রধানের মৃ'ত্যুর পর আরেক হাসপাতাল প্রধান আ'ক্রা'ন্ত

আন্তর্জাতিক ডেস্ক: আ'রও ভ'য়ঙ্ক'র রূ'প নিয়ে'ছে প্রা'ণঘা'তী করোনাভাই'রাস। উহানের উ'চ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও মৃ'ত্যুর একদিন পর আরও এক হাসপাতাল প্র'ধানের দে'হে এ রো'গের সং'ক্র'মণ পা'ওয়া গেছে।ওই চিকিৎসকের নাম ওয়াং পিং। তিনি উহানের ৮ নম্বর হাসপাতালের প্র'ধান। বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ ত'থ্য জানিয়েছে।

করোনাভাই'রাস প্রা'দু'র্ভা'বের কেন্দ্রের এই হাসপাতাল প্রধানকে শহরের জিনিনটা'ন হাসপাতালে চিকি'ৎসা দে'য়া হচ্ছে।উহানের ৮ নম্বর হাসপাতালের বরা'ত দিয়ে ডা. ওয়াংয়ের অসু'স্থতার খ'বর প্রথম জানিয়েছিল বেইজিং নিউজ। খবরটি রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না নিউজেও এসেছিল।

উহানের ৮ নম্বর হাসপাতালের একজন মু'খপা'ত্র নি'শ্চিত করেছেন যে ডা. ওয়াং করোনভাই'রাসে সং'ক্র'মিত হয়েছেন এবং তাকে জিনিনটা'ন হাসপাতালে চিকি'ৎসা দেয়া হচ্ছে।

করোনাভাই'রাস এখন পর্যন্ত সাতজন চিকি'ৎস'কের প্রা'ণ নিয়েছে এবং চীনে ৩ হাজারের বেশি স্বা'স্থ্য'কর্মী এ রো'গে সং'ক্র'মিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে