শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২৯:৪২

''২০২০ সাল হবে ইয়েমেনি বিমান প্রতির'ক্ষা ব্যবস্থার বছর, ঘুরে যাবে যু'দ্ধের মোড়''

''২০২০ সাল হবে ইয়েমেনি বিমান প্রতির'ক্ষা ব্যবস্থার বছর, ঘুরে যাবে যু'দ্ধের মোড়''

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আ'ন্দো'লন সমর্থিত সাম'রিক বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ২০২০ সাল হবে তার দেশের বিমান প্রতির'ক্ষা ব্যবস্থার জন্য সেরা বছর এবং এ সময় যু'দ্ধের মোড় ঘুরে যাবে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে সৌদি আরবের একটি যু'দ্ধবিমান ভূ'পা'তিত করার পর এসব কথা বললেন ইয়েমেনে এ সামরিক কর্মকর্তা।

ইয়েমেনি বিমানবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আব্দুল্লাহ আল-জাফরি আরবি ভাষার নিউজ ওয়েবসাইট মিরাত আল-জাজিরাকে গত মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের একটি টর্নো'ডো বিমান ভূ'পা'তিত করার মাধ্যমে সব স'ন্দে'হের অ'বসা'ন হয়েছে যে, ২০২০ সাল হবে ইয়েমেনে সাম'রিক বাহিনীর বিমান প্র'তির'ক্ষা ব্যবস্থা আধুনিকায়নের বছর যা দিয়ে যেকোনো যু'দ্ধবিমান শ'না'ক্ত, অ'নুস'রণ ও ভূ'পা'তিত করা সম্ভব।

মেজর জেনারেল জাফরি বলেন, ইয়েমেনের সাম'রিক বাহিনী এমন উচ্চতায় পৌঁছাতে স'ক্ষ'ম হয়েছে যে, শ'ত্রুর বিমান এখন সহজেই ভূ'পা'তিত করা সম্ভব। এর আগে একই কথা বলেছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। যু'দ্ধক্ষে'ত্রে ইয়েমেনি সাম'রিক বাহিনীর এই উন্নয়ন কৌ'শলগত ও মানসম্মত উন্নয়ন। এখন থেকে ইয়েমেনের আকাশসীমা লং'ঘ'ন করে শ'ত্রুরা বিনা জ'বাবে পার পাবে না। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে