শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:১৭:১৬

ভারতীয় তরুণীর মুখে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন

ভারতীয় তরুণীর মুখে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনবি'রো'ধী মঞ্চে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন দেয়ায় এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, গতকাল বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে প্র'তিবা'দ সমাবেশের আয়োজন করা হয়।

সেই প্রতিবা'দ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সেখানেই এক তরুণী মাইক নিয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন দিতে শুরু করেন। তা শুনেই মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন-সহ অন্যান্যরা তাকে বা'ধা দেন। বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাড়িতে ভা'ঙ'চুর করা হয়েছে বলে সূত্রের খবর। 

জানা গেছে, ওই তরুণীর নাম অমূল্য লিয়না। রাষ্ট্রদ্রো'হের অ'পরা'ধে ভারতীয় দ'ণ্ডবিধির ১২৪এ ধারায় তাকে গ্রে'ফতার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, মাইক কেড়ে নেয়ার চেষ্টা হলেও ওই তরুণী কিছুতেই তা ছাড়তে চাইছেন না। তারপর মঞ্চে পুলিশ উঠে তাকে আ'টক করে নিয়ে যায়।

সংবাদসংস্থা সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামের ওই মহিলা মঞ্চে উঠে মাইক হাতে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন দিতে শুরু করেন। যা শোনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি। এরপর মঞ্চে উপস্থিত আরও অনেকে ওই মহিলার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একজন অমূল্যর উদ্দেশে বলেন, 'আপনি এমনটা বলতে পারেন না।' এরপর অমূল্য 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লো'গা'ন দিতে শুরু করেন। তারপর 'হিন্দুস্তান জিন্দাবাদ' আর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লো'গা'নের পার্থক্য বোঝাতে গেলে তাকে আ'টক করা হয়।

বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ অফিসার বি রমেশ বলেছেন, ''তার বি'রু'দ্ধে ভারতীয় দ'ণ্ডবি'ধির ১২৪এ (দেশদ্রো'হিতা), ১৫৩এ এবং বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।'' এদিকে ওই তরুণী বক্তব্যের বিরো'ধিতা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ''এই বক্তব্যের তী'ব্র নিন্দা করছি। ওই নারীর সঙ্গে আমার দলের কোনো যোগাযোগ নেই। আমাদের কাছে ভারত জিন্দাবাদ ছিল আর এখনও তাই থাকবে।''

এদিকে, কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ''অমূল্যের সঙ্গে নক'শালদের যোগাযোগ রয়েছে। তিনি 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া মহিলার শা'স্তি চেয়েছেন। সোমবার স্থানীয় আদালতে অমূল্যের জামিন সং'ক্রা'ন্ত মামলার শু'নানি হবে। অমূল্যর জামিনের জন্য কোনও চেষ্টা করবেন না বলে জানিয়েছেন তার বাবাও। অমূল্যর বাবা জানিয়েছেন, ''অমূল্য যা বলেছে, ভুল বলেছে।'' সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে