শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:২২:০১

এবার চীনের উইঘুরসহ বিভিন্ন কারাগারে করোনার হা'না, আ'ক্রা'ন্ত ২২০ জন

এবার চীনের উইঘুরসহ বিভিন্ন কারাগারে করোনার হা'না, আ'ক্রা'ন্ত ২২০ জন

আন্তর্জাতিক ডেস্ক : এবার করোনা ভাইরাসের হা'না দিয়েছে চীনের কারাগারেও। দু'টি কারাগারে বর্তমানে ২২০ জন ব'ন্দি এবং পুলিশকর্মী ভ'য়া'বহ সং'ক্র'মণের শি'কার হয়েছেন। এ দিকে, বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে চীনে এ পর্যন্ত মৃ'ত্যু হয়েছে মোট ২,২৩৯ জনের।

দু'টি কারাগারে করোনা ভাই'রাস সং'ক্র'মণের খবরে আ'ত'ঙ্ক তৈরি হয়েছে দেশের অন্যান্য ব'ন্দিশা'লাগুলিতেও, যার মধ্যে অন্যতম শিংজিয়াং উইঘুর অঞ্চলের জেলও। এ ছাড়া, পূর্ব চীনের ঝেইজিয়াং প্রদেশের কারাগার থেকে অন্তত ২৭টি সং'ক্র'মণের খবর পাওয়া গিয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি রেনচেং জেলের এক পুলিশ কর্মকর্তার শরীরে প্রথম পাওয়া যায় করোনার উপস্থিতি। কিছু দিনের মধ্যেই আরও দুই কর্মকর্তা এই ভাই'রাসে সং'ক্রা'মিত হন। এরপর কারাগারের ভিতরে দ্রুত হারে ছড়িয়ে পড়ে এই ভাই'রাস। ঘটনার জে'রে গত ১৪ ফেব্রুয়ারি থেকে করোনা ভাই'রাস আ'ক্রা'ন্ত পুলিশ কর্মকর্তাদের একটি হোটেলে রাখা হয়। বন্দিদের আলাদা সেলে রাখার ব্যবস্থাও হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্ট বলছে, বর্তমানে মা'রণ ভাই'রাসে আক্রান্তের সংখ্যা ৭৫,৫০০। বৃহস্পতিবার রাতারাতি ১২০টির বেশি মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। চব্বিশ ঘণ্টা আগে সং'ক্র'মণের নতুন খবর মিলেছে ৪৯৫টি। গত ডিসেম্বর থেকে ম'হামা'রীর রূপ ধারণ করা করোনা সং'ক্র'মণে পূর্ব চীনের শ্যানডং প্রদেশের জিনিং শহরের রেনচেং কারাগারে কমপক্ষে ২০৭ জন ব'ন্দি ও পুলিশকর্মী আ'ক্রা'ন্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে