শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২০:৪৯

করোনা রোগীদের সেবায় বিয়ে স্থগিত করা সেই চিকিৎসকের মৃত্যু

করোনা রোগীদের সেবায় বিয়ে স্থগিত করা সেই চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাই'রাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রো'গে আ'ক্রা'ন্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃ'ত্যু হলো চীনে। ভাই'রাসটির উৎপ'ত্তিস্থল দেশটির হুবেই প্রদেশের রাজধানী শহরের বাসিন্দা ওই চিকিৎসকের বয়স মাত্র ২৯ বছর। এদিকে এবার চীনের কারাগারগুলোতেও ভাই'রাসটি ব্যা'পকহারে বি'স্তার লাভ করছে।

উহান স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃ'ত্যুর মিছিলে সর্বশেষ নাম লেখানো ওই চিকিৎিসকের নাম পেং শিনহুয়া। তিনি শিয়াংজিয়া ডিস্ট্রিক্টট ফার্স্ট পিপলস হাসপাতালের রেসপিরেটরি অ্যান্ড ক্রি'টি'কাল কেয়ার বিভাগে কর্মরত ছিলেন। করোনা আ'ক্রা'ন্ত রোগীদের সামনে থেকে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই মৃ'ত্যুবরণ করলেন তিনি।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এর আগে তরুণ চিকিৎসক পেং-কে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়, ম'হামা'রি করোনায় আ'ক্রা'ন্ত রোগীদের সেবা দিতে গিয়ে ব্যস্ত ওই তরুণ চিকিৎসক তার বিয়ে পর্যন্ত স্থ'গিত করে রাখেন। কিন্তু তিনি নিজেই গত ২৫ জানুয়ারি করোনা আ'ক্রা'ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, করোনা আ'ক্রা'ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচদিন পর গত ৩০ জানুয়ারি পেং-য়ের শারী'রিক অব'স্থার অ'বন'তি ঘটে। তারপর জ'রু'রি চিকিৎসা সেবা দিতে তাকে উহানের জিনিয়ানতান হাসপাতালে স্থা'না'ন্তর করা হয়। স্থানীয় সময় গতকাল রাত সাড়ে ৯টায় সেখানেই তার মৃ'ত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে