শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১১:০৬:১২

ইরানের হা’মলায় নি’হত ১২০ মা’র্কিন সেনা

ইরানের হা’মলায় নি’হত ১২০ মা’র্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অ'স্থিরতা দেখা দিয়েছে।

নতুন খবর হচ্ছে, যু’ক্তরাষ্ট্রের হা’মলায় ই’রানি জেনারেল কাশেম সোলাইমানি নি’হত হওয়ার পর ই’রান যে হা’মলা চালিয়েছিল তাতে ১২০ মা’র্কিন সেনা নি’হত হয়েছিল বলে দাবি করেছে তেহরান।

এদিকে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ই’রানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি জানিয়েছেন, কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হ’ত্যা করা মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর ভুল’ ছিল। তাকে হ'ত্যা করার জন্য এই অঞ্চল থেকে মা’র্কিন বাহিনীকে ব'হিষ্কার করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে