শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৪২:৪৪

লন্ডনের মসজিদে সেই হা'মলাকারীকে ক্ষমা করে দিলেন মুয়াজ্জিন

লন্ডনের মসজিদে সেই হা'মলাকারীকে ক্ষমা করে দিলেন মুয়াজ্জিন

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষ'মা একটি মহৎ গুন। কাউকে ক্ষ'মা করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। আর তাইতো লন্ডনে একটি মসজিদে আজান দেওয়ার সময় যুবকের হা'মলার স্বী'কার হয়েও তাকে ক্ষ'মা করে দিয়েছেন সেই মুয়াজ্জিন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আসরের আজানের সময় তার ঘাড়ে ছু'রি হা'মলা চালায় এক যুবক। এতে আহ'ত হয়ে তাকে হাসপাতালে চিকি'ৎসা নিতে হয়েছে।জুমার নামাজের সময় মসজিদে ফিরে এসে তিনি বলেন, হাম'লাকারীর প্রতি আমার কোনো ঘৃ'ণা নেই। তার জন্য আমার 'দুঃখ হচ্ছে।

রাফাত মাগলাদ বলেন, আমার কাছে মনে হয়েছে, কেউ আমাকে ইট দিয়ে আঘা'ত করেছে। আমি কেবল খেয়াল করলাম, আমার ঘাড় থেকে র'ক্ত ঝ'রছে। তারা আমাকে হাসপাতালে নিয়ে যান। সবকিছুই হঠাৎ করে ঘ'টেছে।

পিছ'ন থেকে তাকে ছু'রি'কাঘা'ত করলে তিনি ফ্লো'রে পড়ে যান। হা'মলায় আহ'ত হওয়ার পরেও কেন তিনি এত তাড়াতাড়ি মসজিদে এসেছেন প্রশ্নে বললেন, শুক্রবারে জুমায় অংশ নেয়া তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ।
‘যদি আমি জুমায় না থাকতে পারি, তবে বড় কিছু আমি হা'রিয়ে ফেলবো। মুসলমান হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে