রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১২:৩৭

'সন্ত্রা'সীরা ইসলামে বিশ্বাসী হয়' বিমানবন্দরে মুসলিমদের বাড়তি তল্লা'শির পরামর্শ

'সন্ত্রা'সীরা ইসলামে বিশ্বাসী হয়' বিমানবন্দরে মুসলিমদের বাড়তি তল্লা'শির পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে উ'গ্র সাম্প্র'দায়িক মন্তব্য করে ক'ড়া স'মালো'চনার মুখে পড়েছেন আয়ারল্যান্ডের এয়ারলাইন্স রায়ানএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ও'লিরাই। ''সন্ত্রা'সীরা সাধারণত মুসলিম''ই হয় মন্তব্য করায় তার সমালো'চনায় খোদ আয়ারল্যান্ডেরই নাগরিক সমাজের প্রতিনিধিরা।

লন্ডনের দৈনিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল ওই মন্তব্য করেন মুসলিমদের নিয়ে। শনিবার (২২ ফেব্রুয়ারি) তার সাক্ষাৎকারটি প্রকাশ হয়। এর পর থেকেই স'মালো'চনার ঝড় বইছে আয়ারল্যান্ডসহ গোটা বিশ্বে। মুসলিম বিভিন্ন সংগঠনসহ অনেক নাগরিক পরিষদ তার ওই মন্তব্যকে ''নিম্নরুচির বর্ণবাদের প্রকাশ'' বলে অভিহিত করেছে।

সাক্ষাৎকারে রায়ানএয়ারের সিইও বলেন, যেহেতু স'ন্ত্রা'সীরা ইসলামী বিশ্বাসেরই হয়, তাই বিমানবন্দরগুলোতে মুসলমানদের বাড়তি তল্লা'শি করা প্রয়োজন। অবশ্য ৩০ বছর আগে এটা (স'ন্ত্রা'সবাদ) আইরিশ (বিশ্বাসের) ছিল। উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্য থেকে মুক্ত করে স্বাধীন দেশ প্রতিষ্ঠার স্বপ্নে আইরিশ জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশ দীর্ঘদিন ধরে স'শ'স্ত্র সং'ঘা'তে লি'প্ত। 

এজন্য যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে তারা স'ন্ত্রা'সী ক'র্মকা'ণ্ড ঘটিয়েছে। যুক্তরাজ্য প্রশাসনের দ'ম'নমূলক প'দক্ষে'পের ফলে ওই গোষ্ঠী সাম্প্রতিককালে বেশ দু'র্ব'ল হয়ে গেছে। রায়ানএয়ারের সিইও যে এবারই প্রথম এমন ব'র্ণবা'দী মন্তব্য করলেন তা নয়। এর আগেও বহুবার তিনি বে'ফাঁ'স ও বর্ণবা'দী মন্তব্যের কারণে তী'ব্র স'মালো'চনা হ'জম করেছেন।

ফ্লাইটের টয়লেটে যাওয়ার ওপর বাড়তি কর এবং স্থূলকা যাত্রীদের কাছ থেকে 'ফ্যাট ট্যাক্স' আদায়ের প্রস্তাব করায় তার মু'ণ্ডুপাত হয়েছিল বিভিন্ন পরিসরে। রায়ানএয়ারের সিইও'র নতুন এই মন্তব্যকে ''ইসলামফো'বিয়া'' (ইসলাম ভী'তি) ছ'ড়ানোর অ'পচে'ষ্টা বলে অ'ভিযো'গ তুলেছেন ব্রিটেনের মুসলিম কাউন্সিলের মুখপাত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে