রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৩১:০১

মহড়ার সময় গোয়ার উপকূলে ভারতীয় যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত

মহড়ার সময় গোয়ার উপকূলে ভারতীয় যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌসেনার একটি মিগ-২৯ যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত হয়েছে। রোববার গোয়ায় নিয়মিত মহড়া পরিচালনার সময় এ দু'র্ঘ'টনা ঘটে। তবে হ'তাহ'তের কোনো খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়, মিগ ২৯ যু'দ্ধবিমানটি নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নের পর স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে গোয়ার উপকূলে বি'ধ্ব'স্ত হয়। দু'র্ঘট'নার সময় পাইলট বিমান থেকে নিরা'পদে বের হয়ে আসেন। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দু'র্ঘ'টনার কারণ অনুস'ন্ধা'নে একটি ত'দ'ন্ত কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট এক আসনের বিমানটি প্রযু'ক্তিগত ত্রু'টির কারণে বি'ধ্ব'স্ত হয়েছে। এটি দক্ষিণ গোয়ার ভাস্কোর আইএনএস হানসা ঘাঁ'টি থেকে উ'ড্ড'য়ন হয়েছিল। এর তিন মাস আগে ২০১৯ সালের নভেম্বরে গোয়ার একটি গ্রামে মিগ ২৯ বিমান বি'ধ্ব'স্ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে