সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২০:০৯

ইতালিতে করোনা আত'ঙ্ক : ৫০ হাজার মানুষ গৃহব'ন্দি

ইতালিতে করোনা আত'ঙ্ক : ৫০ হাজার মানুষ গৃহব'ন্দি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাস আ'ত'ঙ্কে ৫০ হাজার নাগরিককে গৃহব'ন্দি করে ফেলল ইতালি। ভ্রমণে নিষে'ধা'জ্ঞা জা'রি হয়েছে অন্তত এক ডজন শহরে। দিন কয়েক আগে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে দু'জন ইতালীয় নাগরিক মা'রা যাওয়ার পরেই তাকে রু'খতে উঠেপড়ে লেগেছে সে দেশের প্রশাসন।

চীনের মতো অবস্থা যাতে না হয়, সে জন্যই এত কড়া আগাম স'ত'র্কতা তাদের। তবে প্রশ্ন উঠেছে, এভাবে কি আদৌ করোনা ভাই'রাসকে রোখা সম্ভব হবে? নাকি সাধারণ মানুষের ভো'গা'ন্তিই সার হবে। ইতালির সরকারের তরফে জানানো হয়েছে, উত্তর ইতালির দুই শহর ভেনেটো এবং লোম্বার্ডিতে দুই বৃ'দ্ধের মৃ'ত্যু হয়েছে করোনা ভাই'রাসের আ'ক্র'মণে। এ ছাড়াও অন্তত ৮০ জনের দেহে সং'ক্র'মিত হয়েছে করোনা-জীবাণু। 

এর পরেই অতি'রিক্ত স'ত'র্কতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উত্তর ইতালির একাধিক শহরে যাতায়াত নি'ষি'দ্ধ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শনিবার। ব'ন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, দোকান, রেস্তোরাঁ। কেবল জ'রু'রি পরিষেবা মিলবে। চীনের উহানের মতো এই শহরগুলির বাসিন্দারাও গৃহব'ন্দি। সংখ্যাটা অন্তত ৫০ হাজার। পরি'স্থিতি মোকা'বিলায় দফায় দফায় জ'রু'রি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 

ইতিমধ্যেই ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার ভেনিটো ও লোম্বার্ডির সমস্ত ম্যাচ বা'তিলের কথা ঘোষণা করেছে। সিরিয়ে লিগের সূচি অনুযায়ী, রবিবার ইন্টার মিলান-সাম্পদোরিয়া, আটালান্টা-সাসুওলো এবং হেলাস ভেরোনা-ক্যালিয়ারির ম্যাচ ছিল। সবকটি ম্যাচই স্থ'গিত করা হয়েছে। কবে এই ম্যাচগুলি হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ইতালির ফুটবল ফেডারেশন। 

বা'তিল হতে চলেছে ইতালির বিশ্ববিখ্যাত ফ্যাশন শো মিলান ফ্যাশন উইক। ভেনিস কার্নিভ্যালের নির্ধারিত সূচিও বা'তিল হওয়ার পথে। ইতালিতে যখন এমন আ'ত'ঙ্ক চলছে, তখন করোনা ভাই'রাসে চীনে মৃ'ত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২২০০। পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়া। শনিবার সেখানে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা ১২৩ থেকে লা'ফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০। 'রেড অ্যালার্ট' জা'রি করেছে প্রশাসন। ব'ন্ধ হয়েছে জমায়েত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে