সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৫৮:৩৮

আহমেদাবাদে ট্রাম্প, দিল্লি র'ণক্ষেত্র; নিহ'ত পুলিশ

আহমেদাবাদে ট্রাম্প, দিল্লি র'ণক্ষেত্র; নিহ'ত পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম সরকারি সফরে সোমবার ভারতের আহমেদাবাদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে মার্কিন ভোট, তার আগে দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন তিনি। এমন দিনে নাগরিকত্ব আইনের সমর্থ'ক ও বিরো'ধীদের মধ্যে সংঘ'র্ষ হয়েছে দিল্লিতে। 

সোমবার ভারতের রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষো'ভ চ'লাকালীন বিক্ষো'ভকারীদের সঙ্গে পুলিশের সংঘ'র্ষ বা'ধে। তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃ'ত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিক্ষো'ভকারীদের ছো'ড়া ইটের আঘা'তে মাথায় গু'রুতর আঘা'ত পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃ'ত বলে ঘো'ষণা করেন চিকিৎসকেরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গেছে, পিস্ত'ল হাতে এক বিক্ষো'ভকারী পুলিশের দিকে এ'গিয়ে যাচ্ছে। তবে গু'লিবি'দ্ধ হয়েই ওই পুলিশকর্মীর মৃ'ত্যু হয়েছে কি-না তা এখনো স্প'ষ্ট নয়। তবে বিক্ষো'ভকারীদের সঙ্গে সংঘ'র্ষে একা'ধিক পুলিশকর্মী গু'রুতর আহ'ত অব'স্থায় হাসপাতালে ভ'র্তি।

এর আগে, বিজেপি নেতা কপিল মিশ্র বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষ'ণ ভারতে থাকবেন, ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব। কিন্তু সোমবার ট্রাম্পের বিমান যখন সবে আমদাবাদে নেমেছে, তখনই নাগরিকত্ব আইনের সম'র্থক ও বিরোধী'দের মধ্যে সংঘ'র্ষ শু'রু হয়। 

রবিবার উত্তর-পূর্ব দিল্লির যে অঞ্চলে সংঘর্ষ' হয়েছিল, এদিনও সেখানেই পাথর ছো'ড়াছু'ড়ি হল দু'প'ক্ষের মধ্যে। পরিস্থি'তি নিয়ন্ত্র'ণে আনতে পুলিশ কাঁ'দানে গ্যা'সের শে'ল ফা'টা'ল। এদিনও দিল্লি মেট্রোর জাফরাবাদ ও মৌজপুর-বাবরপুর স্টেশন ব'ন্ধ রয়েছে। 

নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপ'ঞ্জি নিয়ে বহুদিন ধ'রে দেশের বিভিন্ন রাজ্যে আ'ন্দো'লন হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লির শাহিনবাগের আ'ন্দো'লন। কোনো রকমে আন্দো'লন'কারীদের সঙ্গে কথা বলে শাহিনবাগে ৬৯ দিন ধ'রে বন্ধ থাকা রাস্তার একদিকের অংশ খো'লা সম্ভব হয়েছে। তার মধ্যেই শনিবার রাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে কয়েকশ মহিলা জাফরাবাদ মেট্রো স্টেশনের সা'মনে বসে পড়েন। পুলিশ এসে তাদের বো'ঝানোর চে'ষ্টা করলেও তারা ওঠেননি। 

রবিবার সকাল থেকে এই সংখ্যাটা ক্র'মেই বাড়তে থাকে। সেখানে গিয়ে হাজির হন পুলিশের উচ্চপদ'স্থ কর্মকর্তারা। তারা দ'ফায় দ'ফায় কথা বলছেন আন্দো'লনকারীদের সঙ্গে। তাদের বোঝা'নোর চেষ্টা করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আন্দো'লন তারা করতেই পারেন। কিন্তু তার ফলে অন্য লোকের সম'স্যা করে নয়। বেশ কিছু রাস্তাও ব'ন্ধ হয়ে গেছে। তাই তারা যেন নিজেদের আন্দো'লন অন্যত্র স'রিয়ে নিয়ে যান। কিন্তু বিক্ষো'ভকারীরা অবস্থা'ন থেকে ওঠেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে