সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৫১:১৮

ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই মাহাথিরের পদত্যাগ?

ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই মাহাথিরের পদত্যাগ?

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। আজ সোমবার দুপুরে মালয়েশিয়ার রাজার কাছে মাহাথি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত স্প'ষ্ট নয় কে হবেন সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

বলা হচ্ছে, মাহাথিরের এই পদত্যাগ কৌ'শলগত কারণে হতে পারে। পাকাতান হারাপান জো'টের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। তাদের মতে, আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হ'স্তা'ন্তর না করতেই এই কৌ'শল গ্রহণ করেছেন তিনি। জোটের অভ্য'ন্তরীণ চু'ক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হ'স্তা'ন্তর করার কথা মাহাথিরের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মালয়েশিয়ার রাজা এই পদত্যা'গপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরি'ষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি। অবশ্য মালয়েশিয়ার রাজা স্থানীয় সময় সোমবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। ফলে মাহাথিরের পদত্যা'গ তিনি গ্রহণ করবেন না এমনটি নিশ্চি'ত করে বলা যাচ্ছে না। রবিবার ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা কয়েক দ'ফা বৈঠক করার পর থেকেই মাহাথির পদত্যাগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

২০১৮ সালে নির্বাচনে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের জোট জয়ী হয়ে সরকার গঠনের সময় ইব্রাহিমের কাছে পরবর্তীতে ক্ষমতা হ'স্তান্ত'র করা হবে এমন একটি বিষয়ে দুই নেতা একমত হয়েছিলেন। তবে কখন মাহাথির মোহাম্মদ ক্ষমতা হ'স্তান্ত'র করবেন, সে সম্পর্কে তিনি পরিষ্কা'র করে কিছু বলেননি।

গতকাল রবিবারই আনোয়ার মাহাথির ও তার দলের বিরুদ্ধে বিশ্বা'সঘাতকতার অভি'যোগ এনে বলেছিলেন যে তারা নতুন সরকার গঠনের পরিক'ল্পনা করছেন এবং সম্ভবত তা তাকে বাদ দিয়েই। এরপর সোমবারই পদত্যাগ করলেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এখন তার হঠাৎ পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, নাকি নতুন করে নির্বাচন হবে-সেই বিষয়টি এখনো পরিষ্কা'র হয়নি।

বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী মাহাথির একই সাথে তার রাজনৈতিক দল বারসাতু থেকেও পদত্যাগ করেছেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন।

প্রকা'শ্যে ও অপ্রকা'শ্যে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের ম'ধ্যকার দ্ব'ন্দ্ব কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিকে প্র'ভাবিত করে আসছে। মাহাথির দী'র্ঘদিন বারিসান ন্যাশনাল পার্টির সঙ্গে ছিলেন, এবং তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীও ছিলেন। আনোয়ার তখন তার ডেপুটি ছিলেন। কিন্তু পরে নে'তৃত্বের দ্ব'ন্দ্বের জে'র ধ'রে আনোয়ারকে ১৯৯৮ সালে ব'রখা'স্ত করেন মাহাথির।

দুর্নী'তি ও স'মকা'মিতাসহ নানা অভি'যোগে আনোয়ারকে দীর্ঘদিন জে'লও খা'টতে হয়েছে। কিন্তু বি'স্ময়ক'রভাবে মাহাথির গত নির্বাচনের আগে আনোয়ারের সঙ্গে হাত মে'লান এবং পাকাতান হারাপান পার্টির সাথে যোগ দেন। তখনকার প্রধানমন্ত্রী নজীব রাজ্জাকের বিরু'দ্ধে দুর্নী'তির অভি'যোগ তু'লে তার সরকারকে উৎ'খাতের কথাও বলেছিলেন মাহাথির মোহাম্মদ।

নির্বাচনে মাহাথির-আনোয়ার জোট জয় পায় এবং পরে আনোয়ারের কাছে ক্ষমতা হ'স্তা'ন্তরের কথা বলে তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ। কিন্তু ক্ষ'মতা গ্রহণের পর তিনি এ নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষ'ণ জানাচ্ছিলেন না মাহাথির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে