মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০৭:৩৯

দিল্লিতে অশান্তির ঘটনায় গৌতম গাম্ভীরের নিশানায় বিজেপি নেতা

দিল্লিতে অশান্তির ঘটনায় গৌতম গাম্ভীরের নিশানায় বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে অশা'ন্তির ঘটনায় দলের নেতার বি'রু'দ্ধেই পদক্ষেপ করার বিষয়ে সোচ্চার হলেন বিজেপি সাংসদ গৌতম গাম্ভীর। ''কপিল মিশ্র হোক কিংবা অন্য কেই, যারা প্ররো'চনা দিয়েছেন, তাদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেওয়া উচিত', এ ভাষাতেই সরব হয়েছেন গৌতম। 

উল্লেখ্য, বিজেপি নেতা কপিল মিশ্রের প্ররো'চনাতেই দিল্লিতে হিং'সা ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। সিএএ বিরো'ধী বি'ক্ষো'ভকারীদের উদ্দেশে হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন কপিল মিশ্র। ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ''যতক্ষণ ভারতে ট্রাম্প থাকবেন, ততক্ষণ আমরা অশান্তি করব না. কিন্তু এরপর আমরা পুলিশের কথাও শুনব না''।

এদিকে, সংশো'ধিত নাগরিকত্ব আইনকে ঘিরে অশা'ন্তির আ'গুনে জ্ব'লছে দিল্লি। সোমবারের পর মঙ্গলবারও উ'ত্ত'প্ত রাজধানী। এখনও পর্যন্ত এ ঘটনায় ১০ জনের মৃ'ত্যু হয়েছে, জ'খ'ম শতাধিক। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় এদিন নতুন করে পাথর ছো'ড়ার অ'ভিযো'গ উঠেছে। ওই এলাকায় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর এলাকায় দোকানপাট পু'ড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

লাঠি-রড হাতে রাস্তায় জমায়েত জনতার। মৌজপুরে এদিন একটি মোটরসাইকেলে আ'গুন লাগানোর অ'ভিযো'গ উঠেছে উত্তে'জিত জনতার বি'রু'দ্ধে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। সকলকে শান্তি বজায় রাখার আ'র্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন তিনি। দিল্লির ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে