মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৩১:০৩

পরিস্থিতি ঘোরত'র, খোদ ইরানের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত

পরিস্থিতি ঘোরত'র, খোদ ইরানের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। তাঁর দেহে ভাইরা'সের লক্ষণ মিলেছে। এই অবস্থায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে এই খবর। এদিকে চীনের পরেই ইরান হল এমন দেশ যেখানে ভাইরা'সে আ'ক্রা'ন্ত মৃ'তের সংখ্যা দ্বিতীয় সর্বাধিক। পরিস্থিতি ঘোর'তর এই দেশে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছেন, উদ্বিগ্ন বোধ করলেও কোনও অবস্থাতেই অযথা ভ'য় পাওয়ার কারণ নেই। সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে। বিবিসির খবর, ভাইরা'স আ'ক্রা'ন্ত দেশের উপ স্বাস্থ্যমন্ত্রীকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে কড়া চিকিৎসা পরিচর্যায় রাখা হয়েছে।

বিবিসি জানাচ্ছে, চীনে করোনাভাইরা'সের সং'ক্রমণ কমে এলেও এই ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃ'ত্যু হয়েছে ইরানে- ১২ জন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৮ জন, জাপানে ৫ জন, ইতালিতে ৭ জন, হংকংয়ে ২ জন, ফিলিপাইন্সে ১ জন, ফ্রান্সে ১ জন ও তাইওয়ানে ১ জন মা'রা গিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে