বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১৯:৪৫

দিল্লিতে কারফিউ জারি, দেখামাত্র গু’লির নির্দেশ

দিল্লিতে কারফিউ জারি, দেখামাত্র গু’লির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে যে সংঘা’তের সূত্রপাত হয়েছিল, তা আরও ব্যা'পক আ'কার ধারণ করেছে।

মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে দেখা মাত্র গু’লির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। সেনা মোতায়েনের দাবি উঠলে প্রশাসন জানিয়েছে, যথেষ্ট সিআরপি নামানো হয়েছে। এখনই সেনা ডাকার দরকার নেই।

এই উ'ত্তেজনামূলক প'রিস্থিতি সামলাতে গোটা উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ। ১৪৪ ধারা জারি করা হয় দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এছাড়া টানা দু’দিন বন্ধ উত্তর পূর্ব দিল্লির পাঁচটি মেট্রোস্টেশন।

এদিকে উত্তর-পূর্ব দিল্লির গুরু তেগবাহাদুর হাসপাতালে আ’হ'তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে। ফলে মৃ’ত্যও বাড়ার আ'শঙ্কা। চিকিৎসকরা জানিয়েছে আ’হ'তদের প্রায় অর্ধেক গু’লিবি'দ্ধ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে