বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:২৯:২২

প্রিয় শহরের এই অ'বস্থা দেখে প্রা'ণ কাঁদ'ছে দিল্লির ছেলে শেবাগ

প্রিয় শহরের এই অ'বস্থা দেখে প্রা'ণ কাঁদ'ছে দিল্লির ছেলে শেবাগ

আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের বি’রোধি ও সমর্থকদের মধ্যে সং’ঘ'র্ষে হ’তাহ'তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নি’হ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এদিকে দিল্লীর প'রি'স্থিতি ক্র'মেই পুলিশের হাতের না'গালের বাইরে চলে যাচ্ছে। ব্যা'পক হা'রে বৃদ্ধি পাচ্ছে হ’তাহ'তের সংখ্যা।

প্রিয় শহরের এই অবস্থা দেখে প্রাণ কাঁদ'ছে দিল্লির ছেলে ও সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের। সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি । দিল্লির এই করু'ন অবস্থা দেখে তাই চুপ করে থাকতে পারেননি শেবাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বেছে নিয়েছেন মতপ্রকাশের মাধ্যম হিসেবে, ‘দিল্লিতে যা ঘটছে, তা আমাদের দু'র্ভাগ্য।’ এ প'রিস্থিতিতে সবাইকে মাথা ঠা'ন্ডা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই ওপেনার, ‘সবাইকে অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে মাথা ঠা'ন্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। এই সং’ঘ'র্ষের ঘটনায় কেউ চো'ট পেলে বা কারওর ক্ষ'তি হলে এই মহান দেশের গায়েই কালিমা লাগবে। আমি সবার জন্য শান্তি ও সুবিবেচনার প্রার্থনা করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে