বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:৪৪:২৮

'গোলি মা'রো' স্লোগানে বিজেপি বিধায়কের উ'সকানি! ভি'ডিও ভাই'রাল

'গোলি মা'রো' স্লোগানে বিজেপি বিধায়কের উ'সকানি! ভি'ডিও ভাই'রাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির প'রিস্থিতি অ'গ্নিগ'র্ভ হয়ে উঠেছে। সিএএ-সমর্থক এবং বিরোধীদের সংঘ'র্ষে এখন পর্যন্ত ২০ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, দিল্লির অ'গ্নিগ'র্ভ প'রিস্থিতিতে উ'সকানি দিচ্ছেন বিজেপি বিধায়ক। এমনটাই অ'ভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভা'ইরাল একটি ভি'ডিওকে হাতিয়ার করে এই অ'ভিযোগ করছে আম আদমি পার্টি (এএপি)।

এএপি-র দাবি, সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে রাজধানীতে যে হিং'সার বাতাবরণ তৈরি হয়েছে, তাতে প্রত্যক্ষ মদ'দ দিচ্ছেন লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মা।

এএপি-র শেয়ার করা ভি'ডিওতে দেখা যাচ্ছে, লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মার নেতৃত্বে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করছেন তাঁর সমর্থকরা। সেই শোভাযাত্রা থেকেই শোনা যাচ্ছে, সেই বিতর্কিত 'গোলি মারো' স্লোগান। 

মিছিলে অভয় বর্মার সমর্থকরা, 'পুলিশ কে হ'ত্যারে কো, গোলি মা'রো সালো কো', 'দেশ কে হ'ত্যারো কো, গোলি মারো সালো কো'র মতো স্লোগান দেন। সরাসরি সাম্প্রদায়িক কথা বলতেও শোনা যায় তাঁদের। বিজেপি সমর্থকরা বলেন, 'যো হিন্দু হিত কি বাত করেগা, ও ইস দেশ মে রাজ করেগা'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'যাঁরা হিন্দুদের স্বার্থের কথা বলবে, তাঁরাই এই দেশে রাজত্ব করবে।'  এরপর ওই মিছিল থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেওয়া হয়।

এই ভি'ডিও শেয়ার করেছেন আম আদমি পার্টির বিধায়ক সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, অমিত শাহ শুধু লোক দেখানোর জন্য সর্বদলীয় বৈঠক করছেন। আর অন্যদিকে, তাঁর দলেরই বিধায়ক দা'ঙ্গায় উ'সকানি দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে