বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৪৮:৪৯

দিল্লির অশান্তিতে মোদি-অমিত শাহকে দুষলেন প্রিয়াঙ্কা গান্ধী

দিল্লির অশান্তিতে মোদি-অমিত শাহকে দুষলেন প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর পর দিল্লির ঘটনা নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুষলেন প্রিয়াঙ্কা গান্ধীও। সরাসরি বললেন, দিল্লিতে শান্তি রক্ষায় ব্য'র্থ হয়েছে সরকার। দেশের রাজধানীতে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীরই।

বুধবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, ''স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প'দত্যা'গের দাবি জানাতে এ দিন তারা পায়ে হেঁটে দিল্লিতে তার বাসভবনে যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের পথ আ'টকে দেওয়া হয়। প্রিয়াঙ্কা বলেন, ''দিল্লিকে এই ভাবে ধ্বং'স করা হচ্ছে। দিল্লিতে শান্তি র'ক্ষায় ব্য'র্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের রাজধানীতে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীরই।''

সিএএ-বিরো'ধী ও সিএএ-পন্থীদের সং'ঘর্ষে গত চার দিন ধরে অ'গ্নিগ'র্ভ দিল্লি। অন্তত ২১ জনের মৃ'ত্যু হয়েছে এখনও পর্যন্ত। ওদিকে, দিল্লির সং'ঘ'র্ষের দা'য় নিয়ে এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছেন সনিয়া গান্ধীও। বুধবার সাংবাদিক সম্মেলন করে সনিয়া একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। তিনি বলেন, ''গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কী করছিলেন তিনি? পরি'স্থি'তি নিয়'ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেও কেন আগে থেকে আধাসেনা ডাকা হল না?'' সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে