বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১৭:১৮

ভ'য়াব'হ ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ভারত

ভ'য়াব'হ ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়াব'হ ভূমিকম্পে কেঁ'পে উঠল উত্তর ভারতের রাজ্য জম্মু-কাশ্মির। যার জেরে আ'ত'ঙ্কিত ভূ-স্বর্গের মানুষ। বুধবার রাত সাড়ে ৮ টার কিছু পরেই লে-এলাকায় এই ভূ-ক'ম্প'ন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিক'ম্পের মাত্রা ধরা পড়েছে ৫.২। ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিমি গভীরে এই ভূমিকম্পের উত্‍সস্থল বলে জানা গিয়েছে। 

ঘটনার পর থেকে এখন অবধি কোনও বিশাল ক্ষ'য়-ক্ষ'তির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর বেশ কয়েকদিন আগেও ভূমিক'ম্পে কেঁ'পে উঠেছিল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। সেই ঘটনাতেও বিশেষ ক্ষ'য়ক্ষ'তির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে রবিবার ভূমিকম্পে কেঁ'পে উঠেছিল ইরান। রিখটার স্কেলে যার মাত্র ছিল ৫.৭। আর সেই ক'ম্পনের জে'রে কার্যত ধ্বং'সস্তূ'পে পরিণত হয়েছিল বহু বাড়ি-ঘর। ভূমিকম্পে দেশের পশ্চিম আজারবাইজান প্রদেশের কোতুর এলাকার ৪৩টি গ্রাম ভ'য়'ঙ্কর ভাবে ক্ষ'তিগ্র'স্ত হয়। এমনকি ইরানের এই ভূমিক'ম্প পূর্ব আজারবাইজান ও কুর্দিস্তান প্রদেশেও অনু'ভূত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে