আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার সা'ম্প্রদা'য়িক হিং'সায় জ্ব'লছে উত্তর-পূর্ব দিল্লি। মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। তার মধ্যে নতুন করে বি'ত'র্কে জড়ালেন আম আদমি পার্টির এক নেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাই'রাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হিং'সা উপ'দ্রুত দিল্লীর খাজুরি খাস এলাকায় আপ কাউন্সিলর মোহাম্মদ তাহির হোসেনের বাড়ির ছাদে সার দিয়ে রাখা রয়েছে পেট্রোল বো'মা।
আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে লা'ঠি হাতে পায়'চারি করছেন কয়েকজন। তাদের মধ্যে তাহিরও রয়েছেন। এই ভিডিও শেয়ার করে এক বিজেপি নেতা বলেছে, হিং'সায় ম'দ'ত দিচ্ছে আপ নেতা। অবিলম্বে তাকে গ্রে'প্তার করা উচিত। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই বাড়ির ছাদ থেকে লা'গাতার পাথর ও পেট্রোল বো'মা ছোঁ'ড়া হচ্ছে। ওই বাড়িটি আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনের।
সেই ভিডিওতে এটাও দেখা গিয়েছে, তাহির হোসেনের মতো দেখতে একজন লা'ঠি হাতে ঘুরে বেড়াচ্ছে আর দা'ঙ্গাবা'জদের নেতৃত্ব দিচ্ছে। এই ভিডিওগুলি নিয়ে আপ নেতার বি'রু'দ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র ও অমিত মালব্য। যদিও পা'লটা একটি ভিডিও বার্তা পোস্ট করে অ'ভিযো'গ অস্বী'কার করেছেন তাহির। তার সাফাই, তিনি এসবের সঙ্গে মোটেও যুক্ত নন। দা'ঙ্গাবা'জরা তার বাড়ির দ'খল নিয়ে হিং'সা ছড়াচ্ছে। তিনি ঘরছাড়া রয়েছেন।
তাহির বলেছেন, ''আমার বি'রু'দ্ধে অ'পপ্র'চার করা হচ্ছে। নোং'রা সা'ম্প্রদা'য়িক রাজনীতির খেলা খেলছে কিছু লোক। উ'ন্ম'ত্ত জনতা আমার বাড়ি-অফিস ঘিরে ফেলে। খবর দেওয়ার অনেক পরে পুলিশ এসে পৌঁছায়। তারা এসে বাড়ি থেকে আমাকে এবং আমার পরিবারকে বের করে নিয়ে যায়। তারপর বাড়ি ব'ন্ধ করে দেয়। আমি পুলিশকে বলেছিলাম, বাড়ি যেন ফাঁ'কা না রাখে তারা। একবার পুলিশ সরে গেলেই দা'ঙ্গাবা'জরা বাড়ি দ'খ'ল করে নিতে পারে। আমার আ'শ'ঙ্কাই সত্যি হল।''
উল্লেখ্য, এই নেতার বাড়ির অদূরেই নর্দমা থেকে ভারতের কেন্দ্রীয় গোয়ে'ন্দা সংস্থা আইবি কর্মকর্তা দেহ উ'দ্ধা'র হয় বুধবার। যার জে'রে তাহির হোসেনের বি'রু'দ্ধে খু'নের অ'ভিযো'গে স'র'ব হয়েছে বিজেপি নেতৃত্ব। কপিল মিশ্র ট্যুইট করে লেখেন, ''হ'ত্যাকারী হলেন তাহির হোসেন। তিনি শুধু অঙ্কিত শর্মাকে নন আরও চার জনকে টেনেছিলেন। যাদের মধ্যে তিনজনকে মৃ'ত অবস্থায় পাওয়া গিয়েছে।''