শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৩৯:৫৬

দিল্লিতে মুসলিমদের মৃ’ত্যুর ঘটনায় আমি ব্য'থিত: জাতিসংঘের মহাসচিব

দিল্লিতে মুসলিমদের মৃ’ত্যুর ঘটনায় আমি ব্য'থিত: জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সংশধোতির নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে চলমান সাম্প্রদায়িক স'হিং'সতায় উ'দ্বে'গ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা দরকার বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, গত কয়েক দিন ধরে আমি যে মৃ’ত্যুর খবর শুনছি, তাতে ব্য'থাহ'ত।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডজারিক জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিবিড়ভাবে দিল্লি প'রি'স্থিতি ন'জরে রেখেছেন।

বি’ক্ষো’ভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বি’ক্ষোভ করতে দেয়া এবং নিরাপত্তা বা’হিনীর সং'যত থাকা উচিত- এ বিষয়টির ওপরই গুতেরেস জোর দিচ্ছেন। সেইসঙ্গে যত দ্রুত সম্ভব শান্ত পরিবেশ এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি বলেও গুতেরেস মত দিয়েছেন।

এর আগে, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ) অ'ভি'যো'গ করেছিল, দিল্লিতে বেছে বেছে মুসলিমদের উপর হা’ম’লা চা'লানো হচ্ছে।

অথচ এসব দেখেশুনেও নীরব সরকার। নৃ'শং'স এবং লাগামছাড়া হিং'সা রুখে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ তারা। তবে মা’র্কিন ওই সংগঠনের অ'ভি'যোগ খা'রিজ করে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য থেকে বিরত থাকতে পরামর্শ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে থাকার সময়ই এ স'হিং'সতা ছ'ড়িয়ে পড়লেও তিনি মুখ ফুটে কোনো কথা বলেননি। উলটো ধর্মীয় স্বাধীনতার ব্যাপার ভারতকে প্রশংসা করেছেন। কিন্তু দেশে ফিরিতেই দিল্লির বি’রুদ্ধে সরব হলো তাঁর দেশের এ কমিশন।

দিল্লিতে মুসলমানদের ওপর চা'লানো স'হিং'সতায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৮ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। এবং আহ'ত তিন শতাধিকের বেশি। হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অ'বস্থা আ'শ'ঙ্কা জনক। এছাড়া মুস্তাফাবাদে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বি’রোধীদের ওপর এ'সি'ড হা’মলা করা হয়েছে। এতে চারজন দৃ'ষ্টিশ'ক্তি হা'রিয়েছেন।পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে