শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:০৬:১৮

করোনা ভাই'রাসে কাঁ'পছে ইরান, মৃ'ত ২১০

 করোনা ভাই'রাসে কাঁ'পছে ইরান, মৃ'ত ২১০

আন্তর্জাতিক ডেস্ক: প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসে ইরানে অন্তত ২১০ জন মা'রা গেছেন। ইরানের হাসপাতাল সূ'ত্রের বরাত দিয়ে এ ত'থ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছেন, নিহ'তদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া যায়।

আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনায় ৩৪ জনের মৃ'ত্যু হয়েছিল বলে জানায়। সে সংখ্যার তুল'নায় এখনকার মৃ'তের সংখ্যা ছয়গুণ বেশি। তবে করোনায় ২১০ জন মা'রা গেছে বলে যে খবর চা'উর হয়েছে, এনিয়ে দেশটির সরকার কোন মন্ত'ব্য করেনি। চীনের বাইরে করোনায় ইরানেই এখন পর্যন্ত সর্বো'চ্চ সংখ্যক মানুষের মৃ'ত্যু হয়েছে। 

এর আগে গত সপ্তাহে কো'মের একজন এমপি অভি'যোগ করে বলেন, সরকার করোনা ভাই'রাসের সং'ক্রমণের আসল চি'ত্র আ'ড়াল করার চে'ষ্টা করছে। তিনি দাবি করেছিলেন, কেবল কো'ম নগরীতেই ৫০ জনের মৃ'ত্যু হয়েছে। সেসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সাংসদের দা'বি মি'থ্যা বলে অ'ভিযো'গ করেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তারা ইরানকে করোনা ভাই'রাসের মো'কাবি'লার সাহা'য্য করতে প্রস্তু'ত।

করোনা ভাই'রাসের সং'ক্র'মণ ঠে'কা'তে ইরানের ১৪টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে ব'ন্ধ রাখার নি'র্দে'শ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কো'ম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান। সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বা'তি'লের নি'র্দে'শ দেয়া হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাই'রাসের আ'বির্ভা'ব ঘ'টে। প্রতিনিয়ত এই ভাই'রাসে বাড়ছে আ'ক্রা'ন্তের সংখ্যা। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগীদের শরীরে প্রাথমিক ল'ক্ষ'ণ হিসেবে শ্বা'সক'ষ্ট, জ্ব'র, স'র্দি, কা'শির মত স'ম'স্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে