আন্তর্জাতিক ডেস্ক: যতই দিন যাচ্ছে করোনাভাইরাস আত'ঙ্ক ততই বা'ড়ছে। এখনো এই ভাই'রাস মো'কা'বেলা করতে পারছে না বিশ্ববাসী। এ পরিস্থি'তি ‘বৈশ্বিক ম'হামা'রীর’ আ'কার ধা'রণ করতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে, সিঙ্গাপুরে দেশটির মন্ত্রী ও সংসদ সদস্যরা করোনা আক্রা'ন্তদের সহা'য়তার জন্য বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও করোনাভাই'রাস মো'কাবে'লায় অর্ধেক মাসের বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় এমন ত'থ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী হেইং সুই ক্যাট।তিনি আরও জানান, রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকোবও স্ব'তঃপ্রণো'দিত হয়ে এক মাসের বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দেশটির জনপ্রশাসন বিভাগ এক বিবৃ'তিতে জানায়, সিঙ্গাপুরের সব সংসদ সদস্য তাদের এক মাসের বেতন-ভাতা নেবেন না। সরকারি উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তাও তাদের অর্ধেক মাসের বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। এসব কর্মকর্তার মধ্যে সচিব, উপসচিব এবং বিভিন্ন বিভাগের নির্বাহী প্রধানরা রয়েছেন।