আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে। অ'ষ্ট'ম প্রধানমন্ত্রী হিসেবে শপ'থ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। রোববার সকালে শ'প'থ নিয়েছেন তিনি। শনিবার মালয়েশিয়ার প্র'ভা'বশা'লী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।
গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে প'দত্যা'গের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অ'ন্তর্ব'র্তী'কা'লীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পা'লনের নি'র্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।
এর আগে মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পা'লন করেছেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।
এদিকে, প'দত্যা'গের পর গত বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ক্ষ'মতা গ্রহণের সময় মাহাথির জানিয়েছিলেন যে, তিনি দু'বছর পরই ক্ষ'মতা ছেড়ে দেবেন। সে অনুযায়ীই গত সোমবার প'দত্যা'গ করেন তিনি।
তবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করায় মাহাথিরের প্রতি ক্ষু'ব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। এর আগে জোটের পক্ষ থেকে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভি'ন্নম'ত পো'ষণ করেন। আর মাহাথিরের নিজের দল বারসাতুর চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষ'ণা করেন।
ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গু'ঞ্জ'ন শুরু হয়। অবশেষে সব জ'ল্প'নার অ'বসা'ন ঘটিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করা হয়।