আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতি হুঁ'শিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ার ইদলিব প'রিস্থিতি নিয়ে সৃষ্ট উ'ত্তেজনার প্রে'ক্ষিতে এ হুঁ'শিয়ারি উচ্চারন করলেন তিনি।
রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সং'ঘা'তের ই'ঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান। শনিবার আঙ্কারায় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরদোয়ান দাবি করেন, সিরিয়ার ইদলিব প'রিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অ'ভ্যন্তরে হস্ত'ক্ষে'প করতে চায় রাশিয়া।
তিনি দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দ'খল করার ইচ্ছা আঙ্কারার নেই। বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র। কিন্তু এ কাজে রাশিয়া প্র'তিব'ন্ধকতা সৃষ্টি করছে বলে অ'ভিযো'গ করেন তিনি।
সিরিয়ার সরকার নয় বরং সেদেশের জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কাজেই তার দেশের সেনারা সিরিয়া ত্যা'গ করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান।