আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশো'ধনী আইন (সিএএ) ঘিরে দিল্লিতে সহিং'সতায় অন্তত ৩৯ জনের প্রা'ণহা'নির ঘটনা ঘটেছে। তবে এই সহিং'সতার মধ্যেই সেখানে ঘটল একটি ন'জিরবি'হীন ঘটনা, যা বিশ্বব্যাপী প্রশং'সা কু'ড়াচ্ছে।
এই সহিং'সতার মধ্যেই উত্তর দিল্লির মৌজপুরের হিন্দু-মুসলিমরা স্থাপন করল অনন্য নজির। সেখানকার নূর-ই-ইলাহি গলিতে পাশাপাশি অবস্থিত আজিজিয়া মসজিদ এবং হনুমান মন্দির। এই মসজিদ ও মন্দির র'ক্ষায় পাহারা দিয়েছেন অপর ধর্মের অনুসারীরা।
সহিং'সতার উ'ত্তা'প টের পেতেই হনুমান মন্দির পাহারা দিয়েছেন মুসলিমরা। অপরদিকে আজিজিয়া মসজিদ পাহারা দিয়েছেন হিন্দুরা। দিল্লির সহিং'সতায় একাধিক অশান্ত চিত্র যেমন সামনে এসেছে, তেমনই মন্দির-মসজিদ র'ক্ষায় উঠে এসেছে গণতান্ত্রিক দেশের ঐক্যের চিত্র।
মৌজপুরে সহিং'সতার খবর পৌঁছতেই নূর-ই-ইলাহির মন্দির-মসজিদ এলাকায় তখন ঐক্যের চিত্র। একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। স'ত'র্ক হয়ে যান বাসিন্দারা। সহিং'সতার খবর পেতেই মন্দির আগলে ধরেন মুসলিমরা, হিন্দুরা পাহারা দিলেন মসজিদ।
রবিবার এলাকায় পাথর ছোড়াছুড়ি শুরু হতেই এলাকার জ্যেষ্ঠ নাগরিকরা বৈঠকে বসেন। একসঙ্গে ঠিক করেন সহিংসতা নয়, পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন, এতদিন যেভাবে ছিলেন এখনও তেমনভাবেই থাকবেন তারা।