রবিবার, ০১ মার্চ, ২০২০, ১১:২৫:০০

বাংলা দ'খলের ডাক দিলেন অমিত শাহ

বাংলা দ'খলের ডাক দিলেন অমিত শাহ

অনিতা চৌধুরী, কলকাতা প্রতিনিধি: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার কলকাতায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে সভা করতে এসেছেন এবং সেখান থেকেই আগামী বিধানসভা নির্বাচনের দা'মা'মা বা'জিয়ে দিয়েছেন। বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষ'মতায় আসবে।

এ সময় মমতার উদ্দেশে তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দিদি বলেছিলেন বিজেপি কিছুই পাবে না। কিন্তু বাংলার ৪২টি আসনের মধ্যে আঠারোটি আমরা পেয়েছি। এবার বিধানসভা দ'খল করব দুই-তৃতীয়াংশ আসন পেয়ে।

কাশ্মীরে ৩৭০ ধারার বি'লোপ নিয়ে অনেক কথা বলেন শাহ। কিন্তু আ'শ্চর্য'জনকভাবে দিল্লির সাম্প্রতিক সাম্প্রদায়িক স'হিং'সতা নিয়ে কোনো কথা বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘি'রে হিং'সা'র আ'গুনে র'ক্তা'ক্ত হয়েছে দেশের রাজধানী এবং ৪২ জন মা'রা গেছেন আর আড়াই শর বেশি মানুষ আহ'ত হয়েছেন। সিএএ-র প্র'তিবা'দে বি'ক্ষো'ভের ছবি দেখা গিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যেও। 

কিন্তু সেই বি'ক্ষো'ভ এবং তা নিয়ে স'হিং'সতার ঘটনা নিয়ে মুখ না খুলে শাহ সিএএবি'রোধী আ'ন্দো'লনে বাংলায় যে হিং'সা ছড়িয়েছিল তা নিয়ে মমতাকে আ'ক্র'ম'ণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর ম'দতেই এই হিং'সা। আমি মমতা দিদিকে প্রশ্ন করতে চাই, আপনি কেন উ'দ্বা'স্তুদের আ'বে'গে আ'ঘা'ত হা'নছেন? আপনি শুধু অনুপ্রবেশকারীদের স্বার্থ দেখেন। উ'দ্বা'স্তুরা ভী'ত ও অ'বা'ঞ্ছিত। আমাদের প্রত্দেবেশী দেশ থেকে যে সব হিন্দুরা ধ'র্ষি'ত হয়ে, সব হা'রিয়ে এদেশের শরণে এসেছেন, তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য না? 

সিএএবিরোধীদের সতর্ক করে শাহ আরো বলেন, সিএএতে কোনো মুসলিম নাগরিকের নাগরিকত্ব যাবে না। মানুষকে বি'ভ্রা'ন্ত করা হচ্ছে ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে। আমি আবার বলছি আমরা সারা দেশে সিএএ প্রয়োগ করব।

এক রাজনৈতিক বিশ্লেষকের মতে, এটা পরি'ষ্কা'র যে শাহ সিএএ, রাম মন্দির এবং কাশ্মীর প্রস'ঙ্গ উত্থাপন করে ধর্মীয় মেরুকরণের ক্ষেত্র প্রস্তুত করছেন। পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ ভোটার মুসলমান যারা সিএএ বিরোধী। এ কারণে বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে যাতে অধিকাংশ হিন্দু ভোট তাদের ঝু'লিতে আসে।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে