আন্তর্জাতিক ডেস্ক : সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরো'ধী ছাত্র বিক্ষো'ভে সক্রি'য়ভাবে অংশ নেওয়ার অ'ভিযো'গে ভারত সরকারের তো'পের মুখে পড়তে হয়েছে এক বাংলাদেশি নারী শিক্ষার্থী। ইতোমধ্যে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তরফ থেকে ওই বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়তে বলা হয়েছে।
বাংলাদেশি ওই নারী শিক্ষার্থীর নাম আফসারা মীম। বাংলাদেশের কুষ্ঠিয়ার বাসিন্দা আফসারা মীম ওরফে ইভা বর্তমানে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ডিজাইন এ পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই বাংলাদেশি ছাত্রীকে ভারতের কেন্দ্রীয় সরকারের দেশ ছাড়ার নির্দে'শ মানতে পারছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ''খবরের কাগজে যেটা দেখেছি তাতে ওই ছাত্রী বিরো'ধীদের একটি ছবি ইন্টারনেটে পোস্ট করেছিলেন, সেই অ'পরাধে যদি দেশ ছাড়তে হয় সেটা খুব লজ্জার। তবে এ ব্যাপারে বিস্তারিত না জেনে আমি কোনও মতামত দিতে পারব না।''
এদিকে, দিল্লির ঘটনায় পুলিশের ভূমিকার স'মালো'চনা করেছেন অমর্ত্য সেন। গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আমি ভারতবাসী এটা আমার গর্ব, কিন্তু দিল্লির ঘটনায় আমরা ল'জ্জিত। দিল্লির ঘটনায় পুলিশ ব্য'র্থ। ভারতবাসী হিসেবে চিন্তাভাবনা করার দিন এসেছে আমাদের। বিরো'ধিতা করা মানেই দেশের শ'ত্রুতা করা নয়। বিরো'ধী মত না থাকলে গণতন্ত্র বি'প'ন্ন হবে। আমাদের দেশের গণতন্ত্র স'ঙ্কটের মুখে দাঁড়িয়েছে।'' সূত্র: আজকাল।