আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির নেতাদের উ'স্কা'নিমূলক মন্তব্যের জন্যই দিল্লির এই হিং'সা হয়েছে বলে লোকসভায় আ'ক্র'মণ শা'নালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সোমবার সংসদ অধিবেশনে লোকসভার কংগ্রেস দলনেতা বলেন 'সরকার এবং কেন্দ্রের শাসকদলের 'গোলি মারো'র মতো উ'স্কা'নিমূলক স্লো'গা'নই এই পরি'স্থিতির জন্য দায়ী। বারবার ওই স্লো'গা'ন দেওয়ার ফলেই দিল্লিতে আজকে এই ভ'য়াব'হ ঘটনা ঘটেছে।'
শুধু দিল্লি নয়। গতকাল কলকাতায় অমিত শাহের সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীদের মুখেও শোনা গিয়েছে 'গোলি মারো' স্লো'গা'ন। যা নিয়ে আবার বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ গর্বের সঙ্গে জানিয়ে দিয়েছেন, যারা দেশের সম্পত্তি ন'ষ্ট করবে তাদের গু'লিই করা উচিত। একথা বলার মধ্যে কোনও অন্যায়ও খুঁ'জে পাননি দিলীপবাবু। এদিন লোকসভায় দাঁড়িয়ে বহরমপুরের সাংসদ বলেন, 'দেশ কি এই চেয়েছিল? যে তারা সবাইকে গু'লি করে দেবে? আজকে এই ধরনের স্লো'গানের জন্য দিল্লির তিন-চারটি এলাকায় এমন হিং'সা ঘটল। সেই স্লো'গা'ন আবার দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই কি অচ্ছে দিন?'
সোমবার থেকে সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের আগেই এদিন দেখা যায় সংসদ চত্বরে দিল্লির হিং'সা নিয়ে বি'ক্ষো'ভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। নেতৃত্ব দেন রাহুল গান্ধী ও অধীর চৌধুরী। কংগ্রেস সাংসদদের হাতে ঝো'লানো ব্যানারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প'দত্যা'গের দাবি তোলা হয়। দিল্লির হিং'সা নিয়ে জ'বা'ব চাওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। গত সপ্তাহে টানা তিনদিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে তা'ণ্ড'বলীলা চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই হিং'সার আ'গুন দা'উদা'উ করে জ্ব'লতে থাকে রাজধানীরই একটি প্রান্তে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জন মানুষের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন পুলিশকর্মী ও গোয়ে'ন্দা অফিসারও। আহ'ত হয়ে হাসপাতালে রয়েছেন ২০০-র বেশি মানুষ। দিল্লির হিং'সা চলার সময়েই বিজেপির বি'রু'দ্ধে আ'ক্র'মণ শা'নিয়েছিলেন কংগ্রেস নেতানেত্রীরা।