আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাস ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। তার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। এর ফলে ধনী ব্যক্তিরাই ক্ষ'তিগ্র'স্ত হচ্ছেন সবচেয়ে বেশি। গত সপ্তাহে বিশ্বের ৫০০ জন ধনীতম ব্যক্তির ক্ষ'তি হয়েছে মোট ৪৪ হাজার ৪০০ কোটি ডলার। অর্থাত্ ৩৪ লক্ষ কোটি টাকা। করোনার ধা'ক্কায় ডো জোনস সূচক নেমেছে ১২ শতাংশ। ২০০৮ সালের ম'ন্দার পরে আর কখনও পরপর পাঁচ দিনে ডো জোনসের সূচক কখনও এত নামেনি।
বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ক্ষ'তি হয়েছে ৬ হাজার কোটি ডলার। চলতি বছরের শুরু থেকে গত সপ্তাহ পর্যন্ত বিশ্বের ৫০০ ধনীতম ব্যক্তি উপার্জন করেছিলেন ৫ লক্ষ ৬৪ হাজার ৩১৬ লক্ষ কোটির বেশি টাকা। করোনা ভাই'রাসের সং'ক্র'মণে এই পুরো অর্থই খো'য়া গিয়েছে। এই মহূর্তে বিশ্বের তিন ধনীতম ব্যক্তি হলেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ও এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। এই তিনজনেরই ক্ষ'তি হয়েছে সবচেয়ে বেশি। প্রায় ৩ হাজার কোটি টাকা।
বিশ্বে ধনীতমদের তালিকায় ২৫ নম্বরে আছে ইলোন মাস্কের নাম। গত এক সপ্তাহে তার ক্ষ'তি হয়েছে ৯০০ কোটি ডলার। এখন তার সম্পত্তির পরিমাণ ৩৬৩০ কোটি ডলার। সোমবার সারা পৃথিবীতে করোনা ভাই'রাসে আক্রান্ত হয়ে মৃ'তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। চীনে এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে নতুন করে ৪২ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে ২,৯১২ জনের মৃ'ত্যু হয়েছে বলে সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।