আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ আ'ত্ম'সমর্প'ণের মধ্য দিয়ে আফগানিস্তানে মার্কিন দ'খ'লদারি'ত্বের অ'ব'সান ঘ'টেছে। কাতারে আফগান তালেবানের সঙ্গে ওয়াশিংটনের স্বা'ক্ষরিত শান্তিচু'ক্তি সম্পর্কে প্র'তিক্রি'য়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় এ মন্ত'ব্য করেন।
তিনি বলেন, ''মার্কিন আ'গ্রা'সনকারীদের আফগানিস্তানে আ'গ্রা'সন চা'লানোই ঠি'ক হয়নি। কিন্তু তারা চা'লিয়েছে এবং আ'গ্রা'সনের ফলে সৃ'ষ্ট দু'র্দ'শার দা'য় অন্য'দের ও'পর চা'পিয়েছে। শেষ পর্যন্ত ১৯ বছরের দু'র্দ'শা ও য'ন্ত্র'ণা শেষে ওয়াশিংটন আ'ত্মসমর্প'নের দলি'লে স্বাক্ষ'র করেছে। প্রকৃতপ'ক্ষে আফগানিস্তান হোক, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেন সবখানেই একমাত্র সম'স্যা আমেরিকা। শেষ পর্যন্ত মার্কিনীরা এ অঞ্চল ত্যা'গ করবে ঠিকই কিন্তু পেছনে রেখে যাবে বি'শাল এক ধ্বং'সয'জ্ঞ।''
প্রায় এক বছরের আলোচনা শেষে শুক্রবার কাতারে শান্তি চু'ক্তিতে স'ই করে তালেবান ও আমেরিকা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে স'ন্ত্রা'সী হা'ম'লা হয়। মার্কিন সরকার ওই হা'মলার জন্য আফগানিস্তানের তালেবানকে দা'য়ী করে দেশটিতে সামরিক আ'গ্রা'সন চা'লায়। ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চা'লানো ওই হা'ম'লায় কয়েকদিনের মধ্যেই তৎ'কা'লীন তালেবান সরকারের প'ত'ন হয়।