মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ১২:৫২:২৯

গোমূত্র আর গোবরেই সারবে করোনা ভাই'রাস : বিজেপি নেত্রী

গোমূত্র আর গোবরেই সারবে করোনা ভাই'রাস : বিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে করোনা ভাই'রাসের ত্রা'স ছড়িয়ে পড়েছে। কীভাবে এই রো'গ থেকে মুক্তি, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। এরই মধ্যেই স্বভাবসি'দ্ধভাবে সামনে এল এক বিজেপি বিধায়কের বা'তলে দেওয়া উপায়। আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া সোমবার বললেন, গোমুত্র আর গোবরেই সারবে এই রো'গ। তিনি বলেন, ক্যা'ন্সারের মত রো'গও সারাতে স'ক্ষ'ম এই গোমুত্র আর গোবর। 

তার কথায়, ''গোমুত্র ছড়িয়ে দিলেই কোনও জায়গা শুদ্ধ হয়ে যায়। আমরা বিশ্বাস গোমুত্র আর গোবর দিয়েই এই ভাইরাস নির্মূল করা সম্ভব।'' অন্য প্রসঙ্গে তার দাবি, বাংলাদেশের সব গরুই আসলে ভারতের গরু। আর এই গরু পা'চার রু'খতে এর আগে কংগ্রেস সরকার কোনও উদ্যো'গ নেয়নি বলেই দাবি তার। এরই মধ্যে আবার হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ বলে ফেললেন, করোনা ভাই'রাসের হাত থেকে বাঁচতে গো মূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে। 

এমনকি করোনা ভাই'রাস আ'ত'ঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা। তার কথায়, '‌গো মূত্র ও গোবর খেলে করোনা ভাই'রাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যে মানুষটি করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত, সেই ব্যক্তি একবার '‌ওম নম শিবায়'‌ বলেই গো মূত্র এবং গোবর খেয়ে নিতে পারলেই করোনা ভাই'রাসের হাত থেকে মুক্ত হয়ে যাবে। খুব শীঘ্রই একটি বিশেষ যজ্ঞ আয়োজন করা হবে। এই ভাইরা'সের আ'ত'ঙ্ক দূর করার জন্য।'‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে