আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে করোনা ভাই'রাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ইউরোপে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তের হার সপ্তাহে ৪০ জন থেকে বেড়ে ৮০০ জনে পৌঁছেছে। সাতদিনে ইউরোপজুড়ে ৮০০ জন নতুন করে কারোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। খবর ডেইলি মেইল অনলাইন।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল জানিয়েছে, ইতালিতে এরিমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আরো অন্তত ১ হাজার ৬৮৯ জনের শরীরে ম'র'ণঘা'তি এই ভাই'রাস পাওয়া গেছে। গ্রীসে নতুন করে আরো তিন জন নতুন রোগী শ'না'ক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট করোনা আ'ক্রা'ন্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাতে।
রবিবার বিকেল পর্যন্ত ফ্রান্সে ১৩০ জনের শরীরে এই ভাই'রাসের অ'স্তি'ত্ব পাওয়া গেছে; সংখ্যাটি আগের দিনও ছিলো ১০০। আ'ক্রা'ন্তদের মধ্যে ১১৬ জন হাসপাতালে চি'কিৎসা'ধীন আছেন আর ১২ জন সুস্থ হয়ে ফিরেছেন। তবে দুইজনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। করোনা ভাই'রাস প্র'তিরো'ধে প্যারিসের ল্যুভার মিউজিয়াম ব'ন্ধ করে দেয়া হয়েছে; যেখানে রোববার থেকে প্যারিসের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, যা পরে বা'তিল করা হয়।
সোমবার রাশিয়া নতুন একজন করোনা রোগী শ'না'ক্তের কথা জানিয়েছে। এটা রাশিয়ায় তৃতীয় রো'গী শ'না'ক্ত, তবে প্রথম রাশিয়ান নাগরিক। আইসল্যান্ড তিনজন নতুন রোগীর কথা জানিয়েছে; যারা প্রত্যেকে ইতালিতে গিয়েছিলেন। জার্মানি ১২৯ এবং স্পেন ৮৩ জনের শরীরে করোনা পাওয়ার কথা নি'শ্চি'ত করেছে। এছাড়া যুক্তরাজ্য ৩৬, সুইজারল্যান্ড ২৪, নরওয়ে ১৯, সুইডেন ১৪, অস্ট্রেলিয়া ১৪, নেদারল্যান্ডস ১৩ এবং পর্তুগাল ১ রো'গী নি'শ্চি'ত করেছে।
সব মিলিয়ে ইউরোপে ২ হাজার ২০০ জন করোনা রোগী শ'না'ক্ত হয়েছে বলে খবর দিয়েছে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি। এছাড়া এরিমধ্যে মা'রা গেছেন ৩৮ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁ'শি'য়ারি দিয়েছে বিশ্বের প্রতিটি জাতির ওপরই হা'না দিতে পারে করোনা ভাই'রাস। আর শিগগিরই এই ভাই'রাস থামছে না। আরো বহুদিন এটি বিশ্বজুড়ে তা'ণ্ড'ব চালাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই হুঁ'শি'য়ারি দেন। তিনি বলেন, পুরো বিশ্বজুড়ে ম'হামা'রি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনা ভাই'রাস। এটি আরো বড় আকার ধারণ করছে। এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাই'রাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেডরোস অ্যাঢানোম বলেন, ''এই ভাই'রাসের বৈশ্বিক ম'হামা'রি আকার ধারণ সম্ভা'বনা আছে। আমরা আসলে খুবই না'জুক একটা অবস্থার মধ্যে আছি। যে অবস্থায় এই ভাই'রাসের প্রাদু'র্ভাব মা'রা'ত্মক রুপ ধারণ করতে পারে।'' করোনা ইতিমধ্যেই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মা'রা গেছেন প্রায় তিন হাজার মানুষ। আর আ'ক্রা'ন্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।