মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০৯:৩৬:২১

গোমূ'ত্র আর গোবরে সারাবে করোনা ভাইরা'স: বিজেপি বিধায়ক

গোমূ'ত্র আর গোবরে সারাবে করোনা ভাইরা'স: বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার আসামের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া৷সারা বিশ্বে করোনা ভাইরা'স আ'ত'ঙ্ক যখন তু'ঙ্গে তেমন সময় এমন মন্তব্য করে নিতা'ন্তই হাসির খো'রাক বনে যান তিনি। এনডিটিভি, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস

গোমূ'ত্র আর গোবরের গুণাবলী বর্ণনা করে সুমন হরিপ্রিয়া তার বক্তব্যে বলেন, আমরা সবাই জানি, গোরব খুবই উপকারি৷ কোনও এলাকা শু'দ্ধিক'রণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয়৷ তাই করোনা ভাইরা'সের থেকে মুক্তির একমাত্র উপায় গো'মূ'ত্র আর গোবর৷ আমার মনে হয় করোনা ভাইরা'স সারাতে এগুলি ব্যবহার করা যেতে পারে৷

এসময় বাংলাদেশে গরু পা'চার নিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি গো মাংস রপ্তানি করা হয়৷ আর সেটির একমাত্র কারণ ভারত থেকে গরু পাচার৷ কংগ্রেস এতদিন ক্ষ'মতায় থেকেও যে বিষয়টি একবারও ভেবে দেখেনি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে