মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০৬:৫২:৪৭

লাল শাড়িতে সৃজিতের 'সোহাগ আদরে' ভাসলেন মিথিলা

লাল শাড়িতে সৃজিতের 'সোহাগ আদরে' ভাসলেন মিথিলা

বিনোদন ডেস্ক : ২৯ ফেব্রুয়ারি হয়ে গেল পরিচালক সৃজিত ও মিথিলার রিসেপশন। স্বভূমির 'রাজকুটির'- সেজে উঠেছিল সৃজিত ও মিথিলার রিসেপশনে। লাল শাড়ি, হাতে মেহন্দিতে সেজে উঠেছিলেন সৃজিতের স্ত্রী মিথিলা। অন্যদিকে শর্বরী দত্তের ডিজাইন করা পাঞ্জাবিতে সেজে ছিলেন সৃজিত।

আসলে বাঙালি বিয়েতে লালের আধিক্য থাকে কারণ লাল শুধু উজ্জ্বল নয় লাল হল ভালবাসার রং। গোটা টলিউডই হাজির হয়েছিলেন সৃজিত ও মিথিলার রিসেপশনে। এবার সেই রিসেপশনের ছবি দিয়ে সৃজিতের উদ্দেশ্যে গানের কলি লিখলেন মিথিলা। মিথিলা ট্যুইটে লিখলেন, 'ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে...'

সেই ভালবাসায় তো ডুব দিয়েছেন সৃজিলা! হ্যাঁ, এটাই এখন এই দম্পতির নাম। সৃজিত ও মিথিলা যোগ করে হয়েছে সৃজিলা। তবে সেটা মি-সৃ হতে পারত। নিজেই ট্যুইটে সৃজিত জানিয়েছিলেন যে দ্বিতীয় শব্দটি তার বেশি পছন্দের ছিল। বিয়ের রীতিনীতি আগেই হয়েছে। এদিন ছিল শুধুই উদযাপন। তাই কেক কেটে হল সেলিব্রেশন। কেক কেটে পরম যত্নে একে অপরের মুখে তুলে দিলেন কেক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে