রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ০৮:১৫:৪৯

ব্রাজিল : ১০, আর্জেন্টিনা : ১২

ব্রাজিল : ১০,  আর্জেন্টিনা : ১২

স্পোর্টস ডেস্ক : টানা তিন জয়ে আগেই মেয়েদের কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। গ্রুপপর্বের চতুর্থ ও শেষ ম্যাচে নেমে তারা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে। অবশ্য ম্যাচের মাত্র ২৪ মিনিটেই গোলরক্ষক লোরেনা ডি সিলভা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল সেলেসাও মেয়েরা। তবে কলম্বিয়া সেই সুযোগটি নিতে পারল না। গোলশূন্য ড্রয়ে ব্রাজিলের পর তারাও সেমিফাইনালে উঠেছে।

কলম্বিয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ঠেকাতে এগিয়ে এসে বক্সের বাইরে বল ধরে ভুল করে বসেন সেলেসাও গোলরক্ষক। সহকারী রেফারি মারিয়ানা আকুইনোর সঙ্গে পরামর্শের পর রেফারি মিলাগ্রোস আরুয়েলা লোরেনাকে লাল কার্ড দেখান। এরপর ক্লদিয়া বদলি গোলরক্ষক হিসেবে নামলেও মাঠে ব্রাজিল বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয়। 

যদিও প্রতিপক্ষের ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে ডেডলক ভাঙতে পারেনি কলম্বিয়া। ভ্যালেরিন লোবোয়া এবং মায়রা র‌্যামিরেজের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে লোবোয়া জানান, ‘আজ অনেক কঠিন ম্যাচ ছিল, অনেক ক্লান্তিদায়কও। আমরা জিততে চেয়েছিলাম, তবে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’ অন্যদিকে, একজন কম নিয়েও হার এড়ানোয় খুশি ব্রাজিলিয়ান তারকা গাবি পোর্তিলহো, ‘আমরা জানতাম কঠিন ম্যাচ অপেক্ষা করছে, তবে একজন কম নিয়ে খেলে এই ফলাফলে আমরা গর্বিত। এখন কিছুটা বিশ্রাম নিয়ে সেমিফাইনাল নিয়ে ভাবতে হবে।’

এই ম্যাচের আগেই অবশ্য ব্রাজিলের মেয়েরা কোপা আমেরিকার সেমিতে পা রেখেছিল। কিছুটা অনিশ্চয়তা ছিল কলম্বিয়ার। তবে সেলেসাওদের সঙ্গে ড্র করার পর ৪ ম্যাচে ২টি করে জয় ও ড্র নিয়ে তারা টেবিলের দুইয়ে জায়গা পেয়েছে। ‘বি’ গ্রুপের রানার্সআপ দলটির পয়েন্ট ৮। ব্রাজিল ৩ জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট পেয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের সবকটিতে জিতে আর্জেন্টাইন মেয়েরা ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। ৭ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের রানার্সআপ উরুগুয়ে।

কোপার সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘বি’ গ্রুপের রানার্সআপ কলম্বিয়ার সঙ্গে খেলবে। আগামী মঙ্গলবার ভোর ৬টায় প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল। এ ছাড়া দ্বিতীয় সেমিতে লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘এ’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ে। বুধবার ভোর ৬টায় তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে