বুধবার, ০৪ মার্চ, ২০২০, ১২:৫০:৩৯

এবার ভারতজুড়ে করোনা ভাইরাস আ'তং'ক, আ'ক্রা'ন্ত ১১

এবার ভারতজুড়ে করোনা ভাইরাস আ'তং'ক, আ'ক্রা'ন্ত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভারত জুড়ে করোনা ভাই'রাসের আ'তং'ক ছড়িয়ে পড়েছে। দিল্লির পর এবার আগ্রায় এক পরিবারের ছয়জনের শরীরে করোনা ভাই'রাস পাওয়া গেছে। তারা দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে কেরেলায় তিনজন, তেলেঙ্গানায় একজন ও দিল্লিতে একজনসহ ভারতে এনিয়ে ১১ জনের শরীরে করোনা ভাই'রাস আ'ক্রা'ন্তের খোঁ'জ মিলেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, আগ্রার ওই পরিবারের দুভাই সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা অ'সু'স্থ হয়ে পড়েন। তাদের থেকে সং'ক্র'ম'ণ ছড়ায় পরিবারের আরও চার সদস্যের মধ্যে। ফলে ওই পরিবারের ৬ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আ'ক্রা'ন্ত ওই দুই ভাইকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 

পরিবারের অন্য সদস্যদের এখনো সং'ক্র'মণের কোনো ল'ক্ষ'ণ দেখা যায়নি, তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নিজেদের ঘরে ব'ন্দি রাখতে বলা হয়েছে। আগ্রার প্রতিটি হোটেল, রেস্তোরাঁয় কোনো ইতালি, চীন এবং ইরানের পর্যটক এলেই দ্রুত প্রধান মেডিকেল কর্মকর্তার কাছে জানানোর নি'র্দে'শ দেওয়া হয়েছে। যাতে তাদের শারীরিক পরীক্ষা করা যায়।

এদিকে সোমবার দিল্লি ও তেলেঙ্গানার আ'ক্রা'ন্ত হওয়া দুই ব্যক্তি আপাতত চি'কিৎসা'ধীন রয়েছেন। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে ফিরেছিলেন। গত সপ্তাহে তিনি ছেলের বন্ধুদের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার ছেলে নয়ডার একটি স্কুলছাত্র। তার শরীরে করোনা ভাই'রাসের খোঁ'জ পাওয়ার পরই সেদিন ওই পার্টিতে যোগ দেওয়া সব পড়ুয়া ও অভিভাবকের মধ্যে আ'তং'ক ছড়িয়ে পড়ে। নয়ডার ওই স্কুলটিও ব'ন্ধ করে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে