বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০৬:৫১:২৮

করোনা সংক্রান্ত যে ৯ বিষয়ে ইন্টারনেটে সার্চ করবেন না

করোনা সংক্রান্ত যে ৯ বিষয়ে ইন্টারনেটে সার্চ করবেন না

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৮০ দেশে ছড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস (কভিড-১৯)। বিশ্বে করোনা ভাই'রাসে ৮০ হাজারের বেশি মানুষ আ'ক্রা'ন্ত হয়েছেন। আর তিন হাজারের বেশি মানুষের মৃ'ত্যু হয়েছে। প্রা'ণঘা'তী এই ভাই'রাসের টিকা এখনও আ'বিষ্কৃ'ত হয়নি। এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে জানা ও প্রতিরো'ধ করা। 

বিশ্বব্যাপী করোনা ভাই'রাস এখন একটি আ'ত'ঙ্কের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জ'রু'রি অব'স্থা জা'রি করেছে। প্রা'ণঘা'তী এই রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয় জানতে সবাই এখন গুগল সার্চ করছে। কিন্তু গুগলের তথ্যে অসংখ্যা ভুলের ছ'ড়াছ'ড়ি রয়েছে। তাই এই সং'ক'টময় সময়ে ইন্টারনেটে যে দশটি বিষয় লিখে সার্চ করবেন না। আসুন জেনে নিই এমন ১০ বিষয় সম্পর্কে-

১. করোনা প্র'তিরো'ধে কোনো স্পেশাল মা'স্ক নেই। তাই এ রকম বিজ্ঞাপন দেখলে এসব থেকে দূরে থাকুন। ২. করোনার আকার এত ছোট যে এন-৯৫ কিংবা সার্জিক্যাল মা'স্ক যেটিই হোক– এর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই অনলাইনে এ রকম বিষয় থেকে দূরে থাকুন। ৩. করোনার কোনো প্র'তিষে'ধক নেই। তাই অনলাইন থেকে করোনা প্র'তিষে'ধক এ রকম কোনো মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।  ৪. র্যা ন্ডমলি অনলাইনে করোনা ভাই'রাস সংক্রান্ত কিছু সার্চ করবেন না।' 

৫. করোনার এখনও কোনো 'টেস্ট কিট' বের হয়নি। তাই ভুয়া টেস্ট কিট থেকে দূরে থাকুন। ৬. হোয়াটসঅ্যাপ কিংবা টিকটকসহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরে বিশ্বাস করবেন না। ৭. করোনা সং'ক্রা'ন্ত কোনো বিষয়ে ইউটিউব থেকে পরামর্শ নেবেন না। ৮. করোনার উপসর্গ কেমন হবে এ রকম কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করবেন না। ৯. যাচাই ছাড়া কোনো আর্টিক্যাল বা ভিডিও শে'য়ার করা থেকে বিরত থাকুন। এ ছাড়া ফিশিং ইমেইলের ফাঁ'দে পা দেবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে